Thursday, April 12, 2012

১০ কোটি রূপির ব্র্যান্ড অ্যাম্বাসেডর ঐশ্বরিয়া


সন্তান জন্মের পর বলিউড ফিল্মডোমে আবার পা রাখার আগেই সাবেক বিশ্বসুন্দরী ঐশ্বরিয়া রাই বচ্চন ভারতের একটি জুয়েলারীর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে চুক্তিবদ্ধ হয়েছেন। ব্রান্ড অ্যাম্বাসেডর হিসেবে জুয়েলারীর বিজ্ঞাপনের মডেল হিসেবে ঐশ্বরিয়াকে দেখা যাবে। এজন্য পারিশ্রমিক হিসেবে তিনি নিয়েছেন ১০
কোটি রূপি ।
সন্তান জন্মের ৪ মাস পরে ঐশ্বরিয়া সম্প্রতি তার মেয়ে বেটিবিকে নিয়ে দুবাই ভ্রমণে যান। সেখানে বিখ্যাত লঙ্গিনস কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে দুবাইয়ের একটি অনুষ্ঠানে অংশ নিয়েছেন তিনি। এ অনুষ্ঠানে ঐশ্বরিয়া সেরা পোশাকের নারীর পুরস্কারটি বিজয়ীর হাতে তুলে দেন ।
বিশ্বস্ত সূত্রে জানা যায়, ব্র্যান্ড অ্যাম্বসেডর হিসেবে চুক্তিবদ্ধ হওয়া ঐশ্বরিয়ার সঙ্গে তার শ্বশুর বলিউড বিগ বি অমিতাভকেও বিজ্ঞাপনে দেখা যাবে। তবে এ বিষয়ে কোম্পানির কর্তৃপক্ষ থেকে নিশ্চিতভাবে কিছু জানা যায়নি।
এছাড়াও এ বছরই  রিয়েল কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে ঐশ্বরিয়া নিজেকে উপস্থাপনের জন্য চুক্তিবদ্ধ হবেন।
ঐশ্বরিয়া এখন বলিউড ফিল্মে ফিরে আসার প্রস্তুতি নিচ্ছেন। সেই সঙ্গে তামিল ফিল্মেও অভিনয় করবেন তিনি। তবে ফিল্মে আসার বিষয়ে কোন তাড়া নেই তার। কেননা ৫ মাসের কন্যাকে দেখাশোনার জন্যে অনেকটা সময় কাটিয়ে দিতে হয় তাকে। তাই আপাতত মেয়েকে দেখাশোনার পাশাপাশি মিডিয়ার ছোট ছোট কাজে অংশ নিবেন বলিউড সুন্দরী ঐশ্বরিয়া রাই বচ্চন।

No comments:

Post a Comment