প্রতিদিন ২৪ ডেস্ক
বোন পরিণতি চোপড়াকে চড় মারতে চান অভিনেত্রী প্রিয়াঙ্কাও চোপড়া।
সম্প্রতি একটি সংবাদ সম্মেলনে এ কথা জানালেন পিগি চপস।
পরিলিতি চোপড়ার একটি সাম্প্রতিক মন্তব্যের জের ধরেই
প্রিয়াঙ্কা বোনের গালে চড় বসানোর এই ইচ্ছার কথা মিডিয়াকে জানান।
কিছুদিন আগে পরিণিতি তার ছবি ‘ইশাকজাদে’র প্রচারের সময় বলেন, “আমি আমার বোন প্রিয়াঙ্কার পাশে
দাঁড়াতে ভয় পাই, অস্বস্তিবোধ করি।
কালন সে এতো সুন্দর, ফিট এবং আবেদনময়ী
যে তার পাশে দাঁড়াতেই কেমন যেন লাগে।”
এই মন্তব্যের জের ধরেই সম্প্রতি পরিণিতিকে উদ্দেশ্য
করে প্রিয়াঙ্কা বলেন, “ওকে একটা চড় দেয়া
উচিত। আমার সামনে এই সব বললে ওকে আমি জিমে নিয়ে বন্দি করতাম। আমার সামনে তো সে এই
সব বলার সাজসই পায় না।”
চাচাতো বোন পরিণিতির প্রশংসা করে প্রিয়াঙ্কা আরো বলেন, “পরিণিতি খুবই মিশুক, আকর্ষণীয়, উচ্ছ্বসিত এবং চঞ্চল একটা
মেয়ে। কিন্তু কাজের বেলায় সে দারুণ প্রতিশ্রুতিশীল। এটা আমাদের রক্তেই আছে, কাজের বেলায় কাজ আর মজার বেলায়
নিছক মজা।”
১৮ মে মুক্তি পাবে পরিণিতির দ্বিতীয় ছবি ‘ইশাকজাদে’। এর আগে গেল বছর ‘লেডিস ভার্সেস রিকি ভেল’ ছবি দিয়ে বলিউডে অভিষেক ঘটি
পরিণিতির। সাইজ-জিরোর যুগে পরিণিতির হৃষ্টপুষ্ট স্বাস্থ্য সবার দৃষ্টি কেড়েছে।
কিন্তু পরিণিতিও চায় মোটা নায়িকার ট্যাগের বদলে বোনের মতো তাকেও সবাই ‘ফিট অ্যান্ড গরজিয়াস’ হিসেবে জানুক।
No comments:
Post a Comment