Sunday, April 15, 2012

ভারতের নাগরিকত্ব পেলেন সানি লিওন


অবশেষে সানি লিওন ভারতের নাগরিকত্ব পেলেন। কানাডায় জন্মগ্রহণকারী ভারতীয় বংশোদ্ভূত সানি রোববার সামাজিক ওয়েবসাইট টুইটারে জানান, সবার জন্য আমার কাছে
আজকে একটি বড় খবর আছে।  আজ আমি আইনগতভাবে ভারতের নাগরিক হলাম।’

ভারতীয় টিভি রিয়েলিটি শো ‌`‌‌বিগ বস-৫` এর মাধ্যমে নিজের পূর্বপুরুষের দেশ ভারত তথা ভারতীয় দর্শকদের কাছে সুপরিচিতি পান কারেন মালহোত্রা ওরফে সানি লিওন। এই টিভি সিরিয়ালে তার অংশগ্রহণ চলাকালীন সময়েই আলোচিত পরিচালক-প্রযোজক মহেশ ভাট তার সুপারহিট ছবি ‌`জিসম`-এর পরবর্তী সিক্যুয়েল ‌`জিসম-২` এর জন্য সানিকে চুক্তিবদ্ধ করেন। ‌`জিসম` এ বিপাশা বসুর খোলামেলা আবেদনময় উপস্থিতি ছবিটিকে বক্স অফিসে ব্যাপক সাফল্য এনে দেয়। `জিসম-২` এ সানি তার চেয়ে বেশি ‍আলোড়ন তুলবেন বলে বলিউডি ছবির বিশ্লেষকরা আগাম ধারণা দিয়েছেন।

মহেশ কন্যা ও সাবেক বলিউড নায়িকা পূজা ভাট প্রযোজিত এ ছবিতে সানির বিপরীতে অভিনয় করবেন মডেল ও অভিনেতা দিনো মারিয়ো।

No comments:

Post a Comment