রবীন্দ্রনাথ ঠাকুরের ‘জীবিত ও মৃত’ গল্প
অবলম্বনে নাটক নির্মাণ করেছেন অভিনেতা ও নির্মাতা শামীম শাহেদ। নাম রাখা হয়েছে ‘কাদম্বিনী মরিয়া প্রমাণ করিল সে মরে নাই’। নাটকের কেন্দ্রীয় চরিত্র কাদম্বিনীর ভূমিকায়
অভিনয় করছেন আলোচিত অভিনেত্রী প্রভা।
হঠাৎ করেই মারা যায় কাদম্বিনী। শারদাশংকার তাকে সৎকার
করার জন্য বলেন। কিন্তু যখন লাশ দাহ করতে নিয়ে যাওয়া হয় তখন হঠাৎ করেই
নড়ে ওঠে কাদম্বিনী। শুরু হয় হুলস্থুল। কিন্তু সবাই জানে কাদম্বিনী মারা গেছে।
কাদম্বিনী নিজেও এই বাক্যে কিছুটা বিশ্বাস করে। সে হাজির হয় যোগমায়ার বাড়িতে।
কিন্তু কেউ মানতে চায় না যে,
কাদম্বিনী জীবিত। নানা রহস্যময় ঘটনার
মধ্যদিয়ে এগিয়ে যায় নাটক।হঠাৎ করেই মারা যায় কাদম্বিনী। শারদাশংকার তাকে সৎকার
‘রবীন্দ্রনাথ ঠাকুরের কোনো নাটক বর্তমান সময়ের প্রেক্ষাপটে তৈরি করা বেশ কঠিন। তাই আমরা ‘জীবিত ও মৃত’ গল্পের একটা আধুনিক ভার্সন তৈরি করেছি। তবে সেটা রবি ঠাকুরের ছোঁয়া এবং ছায়া রেখেই।’ জানালেন নাটকের নির্দেশক শামীম শাহেদ।
তিনি আরো বলেন, ‘শ্রীপুরের শালবনে রাত জেগে নাটকটির শুটিং করা হয়েছে। শুটিংয়ের সময় আমরা নিজেরাও ভুতের ভয়ে ছিলাম। আশা করি সবার ভালো লাগবে।’
‘কাদম্বিনী মরিয়া প্রমান করিল সে মরে নাই’ নাটকের অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন নাঈম, লাজুক, মুকুল, সাবাহ, ফিরোজ খান প্রমূখ। আগামী ২০এপ্রিল বেলা তিনটায় চ্যানেল আইতে প্রচারিত হবে নাটকটি।
‘রবীন্দ্রনাথ ঠাকুরের একটি চরিত্রে অভিনয় করা আমার জন্য এটা বড় পাওয়া’ - বললেন প্রভা। তিনি আরো বলেন,
‘অনেক দিন পড় অভিনয় করছি, সেটা আবার স্যারের নির্দেশনায়। শামীম শাহেদ আমার স্যার। আমার বেশ
ভালো লাগছে।’
No comments:
Post a Comment