Friday, April 13, 2012

ধূমপান ছাড়ার জন্য প্রস্তুত শেরিল


প্রতিদিন ২৪ ডেস্ক
বৃটিশ সঙ্গীতশিল্পী শেরিল কোল বিদায় জানাচ্ছেন তার ধূমপানের বদঅভ্যাসকে। শেরিলের ধারণা এই ধূমপান তার গানের কণ্ঠ নষ্ট করে দিচ্ছে।

২৮ বছর বয়সী এই তারকার প্রতিনিধি আমেরিকার একটি বিনোদন ওয়েবসাইটকে জানায়, শেরিল অনেক দিন ধরেই এই ক্ষতিকর আসক্তি
থেকে মুক্তি পেতে চাইছিলেন। তিনি মনে করছেন এটা তার গানের ক্যারিয়ারকে ধ্বংসের মুখে নিয়ে যাবে।

এর আগেও শেরিল দুইবার ধূমপান ছাড়ার জন্য মানসিকভাবে প্রস্তুতি নিয়েছিলেন। কিন্তু আবারো ফিরে গেছেন সেই সিগারেটের কাছেই। তার প্রতিনিধি জানান, ২০১১ সালে ধূমপান প্রায় ছেড়েই দিয়েছিলেন শেরিল। কিন্তু সেই বছরই এক্স ফ্যাক্টরর বিচারক হিসেবে যোগ দিতে শেরিলকে বৃটেন ছেড়ে আমেরিকায় আসতে হয়। সেই সময় স্থানান্তর নিয়ে কিছুটা চাপে ছিলেন শেরিল। তাই সেই চাপ কমাতেই আবারো ধূমপানে জড়িয়ে পড়েন তিনি। কিন্তু এবার সেই অনেক দৃঢ় শেরিল, ধূমপান তিনি ছেড়েই স্বস্তির নিঃশ্বাস ছাড়বেন।

No comments:

Post a Comment