প্রতিদিন ২৪ ডেস্ক
আমির খানের নতুন শো র প্রমো নিয়ে জল্পনা-তল্পনা এখন তুঙ্গে।
বিজ্ঞাপনে আমির কখনো চা খেতে খেতে কথা বলছেন, কখনো একটা রুটির টুকরো মুখে পুরে দর্শকদের টিভি দেখা
নিয়ে মন্তব্য করছেন। একেবারে সাদামাটা হয়ে সাধারণেল সঙ্গে কথা বলার এই ভঙ্গি
টেলিভিশনে দেখানোমাত্রই হিট।
আমির নিজেই বলেছেন এটাই তার সবচেয়ে অ্যাম্বিশাস
প্রজেক্ট! অথচ শো-তে কী দেখা যাবে বা ফরম্যাট কি হবে, তা নিয়ে এখনো মুখ খুলছে না
কেউ। শোনা যাচ্ছে, এই শো’র কোনো ধরাবাঁধা ফরম্যাট বা
টাইম লিমিট খাকবে না।
এটাও জানা গেছে যে, পারফেকশনিস্ট আমির খানের প্রথম টিভি শো’র নাম নিয়েও হয়েছে নানান
দৌড়ঝাঁপ। অনুষ্ঠানের ‘সত্যমেভ জয়তে’ নামটি ধার করা একটি নাম। এর
সত্ত্ব কিনতে পারেনি আমির কিংবা তার প্রডাকশন হাউজের কেউই। জানা যায়, ‘সত্যমেভ জয়তে’ নামটির মালিক আসলে ভারতবর্ষ, তাই চাইলেই এর মালিকানা কিনতে
পারবে না আমির। তখন আমিরকে অন্য নাম সাজেস্ট করে হলেও, আমির এই নাম ছাড়তে রাজি হননি।
ফলে শেষমেশ সত্ত্ব না পেলেও, ভারতবর্ষ থেকে
ধার করে এই নামটি নেন আমির।
পুরো ‘সত্যমেভ জয়তে’র প্রোমো ও মেকিংয়ের শুটিংও
হয়েছে তারই বাড়িতে। কিরণ রাও এ নিয়ে রাগারাগি করলে আমির নিজে তাকে বুঝিয়েছেন। পরে
আমির-কিরণ পুত্র আজাদের ঘরে শুটিং করা যাবে না, এই শর্তে কিরণ শুটিংয়ে রাজি হয়েছেন।
শোনা যাচ্ছে, প্রত্যেকটি
পর্বের জন্য আলাদা আলাদা করে ষোলটি গানের মিউজিক ভিডিও তৈরি করতে চান আমির। সেই
মিউজিক ভিডিও তৈরির দায়িত্ব আমির দিয়েছেন ‘দিল্লি বেলি’র পরিচালক রাম সম্পদের ওপর।
৬ মে থেকে প্রতি রোববার সকাল ১১টায় একই সঙ্গে স্টার
নেটওয়ার্ক এবং ভারতীয় সরকারি চ্যানেলে দেখানো হবে আমিরের ‘সত্যমেভ জয়তে’।
No comments:
Post a Comment