Friday, April 13, 2012

কমেডিতে নতুনভাবে নিজেকে আবিষ্কারের আগ্রহ মেগান


প্রতিদিন ২৪ ডেস্ক
এ পর্যন্ত নিজের ক্যারিয়ারে অ্যাকশনধর্মী সিনেমার গ্ল্যামারাস চরিত্রে অভিনয় করে সেক্স সিম্বল ইমেজটাকেই প্রতিষ্ঠা করেছেন মেগান ফক্স। নিজের এই ইমেজ নিয়ে এখন ক্লান্ত তিনি। আর তাই এবার কমেডি সিনেমার মাধ্যমে নতুনভাবে নিজেকে আবিষ্কারের আগ্রহ খুঁজে পাচ্ছেন এই তারকা। খবর প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়ার।


বিষয়টি নিয়ে মেগান বলেছেন, ‘আমি যখন অভিনয় শুরু করি, তখন কুটিল এবং হিংসুটে সব চরিত্রেই কেবল আমাকে দেখা যেতো। তারপরে আমি শুরু করলাম অ্যাকশনধর্মী রোবটিক নারীর চরিত্রে অভিনয় করা। এই একই ধরনের চরিত্রে অভিনয় করতে করতে আমি ক্লান্ত হয়ে পড়েছিলাম। শুধু তাই নয়, ইন্টারভিউগুলোতেও নিজের অমন গতানুগতিক সেক্স সিম্বল ইমেজ ধরে রাখার চেষ্টা করতে করতে বেশ বিরক্তিও বোধ করতাম। সেখান থেকে বেরিয়ে আসার ইচ্ছা থেকেই কমেডি সিনেমার প্রতি আমার আগ্রহ জন্মে।

২৫ বছর বয়সী মেগান সম্ভবত এই আগ্রহ থেকেই সাশা ব্যারন কোহেনের নতুন কমেডি সিনেমা দ্যা ডিক্টেটর এ একটি সংক্ষিপ্ত চরিত্রে অভিনয়ে সম্মত হয়েছেন। নিজের এই নতুন কমেডি অবতার নিয়ে মেগানের উপলব্ধি, ‘এখন আমার মনে হচ্ছে, আমি যেন নিজেকে নতুন করে খুঁজে পেয়েছি। এটি আমাকে সেই একই সেক্স সিম্বল চরিত্র থেকে মুক্তি দিয়েছে। আমার মনে হয়, দর্শক এরকম চরিত্রের মাধ্যমেই আমার সম্পর্কে আরো সহজভাবে জানতে পারবে।

No comments:

Post a Comment