প্রতিদিন ২৪ ডেস্ক
লেবুর স্বাদযুক্ত কোমল পানীয়ের নতুন একটি
বিজ্ঞাপনচিত্রে অভিনয়ের জন্য পাঁচ কোটি রুপি পেয়েছেন কারিনা কাপুর! মুম্বাইয়ের
একটি স্টুডিওতে সম্প্রতি বিজ্ঞাপনচিত্রটির শুটিংও হয়ে গেছে। নতুনটিসহ কারিনা এ বছর
১৬টি নামী ব্র্যান্ডের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন। আর একটা ব্যাপার খুব স্পষ্ট, এ বছর কারিনা
আয় বাড়ানোর দিকে দারুণ
নজর দিয়েছেন। এ বছর মাধুর ভান্ডারকার পরিচালিত হিরোইন ছবিতে অভিনয়ের জন্য কারিনা পাচ্ছেন আট কোটি রুপি। আর তা বলিউডের যেকোনো নায়িকার জন্য বিশাল ব্যাপার।
এদিকে ক্যাটরিনা কাইফের সঙ্গে কারিনার সম্পর্ক যে খুব স্বাভাবিক নয়, বলিউডের তা অনেক পুরোনো খবর। তবে কারিনা যেখানে লেবুর স্বাদযুক্ত পানীয়ের বিজ্ঞাপনচিত্র করছেন, সেই একই প্রতিষ্ঠানের আমের স্বাদযুক্ত পানীয়ের বিজ্ঞাপনচিত্রের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন ক্যাটরিনা কাইফ। মিড ডে।
No comments:
Post a Comment