প্রতিদিন ২৪ ডেস্ক
নিজের আছে দুটি পোষা কুকুর; আর তাই
বুঝি পথকুকুরদের বাঁচানোর এমন তাগিদ অনুভব করছেন সবে বলিউডি তারকা হয়ে ওঠা সানি
লিওন। প্রাণী অধিকার বিষয়ক সংগঠন পেটা (চঊঞঅ)র সঙ্গে যৌথ উদ্যোগে এবার পথকুকুরদের
রক্ষার দাবীতে অনলাইন প্রচারণা শুরু করেছেন এই তারকা। খবর প্রেস ট্রাস্ট অফ
ইন্ডিয়ার।
টুইটারে পোস্ট করার মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন সানি। পোস্টে তিনি লিখেছেন, ‘শুভ সকাল, দেখুন আমার প্রচারণা এবং এগিয়ে আসুন পথকুকুরদের বাঁচাতে।’
উল্লেখ্য, জনপ্রিয় এই পর্নো তারকার শিঘ্রই বলিউডে অভিষেক হতে যাচ্ছে জিসম টু এর মাধ্যমে। জয়পুরে সিনেমাটির প্রথম পর্বের শুটিং শেষে এই তারকা বর্তমানে মুম্বাই এ এসে পৌছেছেন আইপিএল দল রাজস্থান রয়ালস এর পক্ষে প্রচারণা চালাতে।
No comments:
Post a Comment