প্রতিদিন ২৪ ডেস্ক
এবারের বিয়ে বার্ষিকীটা বেশ স্মরণীয়ই হয়ে থাকলো
বিয়ন্সি এবং জে-জি দম্পতির জন্য। কারণ গত সপ্তাহেই বিয়ের চারটি বছর পার করা এই
তারকা জুটির ঘর আলো করে এ বছরই এসেছে তাদের প্রথম সন্তান ব্লু আইভি কার্টার। এই
বিশেষ মুহুর্তটি উদযাপন করতেই তিন মাস বয়সী ব্লুকে সঙ্গে নিয়ে ক্যারিবিয়ান দ্বীপ
সেন্ট বার্টস এ ছুটি কাটিয়ে এলেন এই তারকা দম্পতি। খবর প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়ার।
সেন্ট বার্টসের বালুচরের কেবল অলস সময় কাটিয়েই নয়, ব্লুকে নিয়ে গিয়েছিলেন তারা এক নৌবিহারেও। একদিনের জন্য আস্ত এক ইয়াট ভাড়া করে বিয়ন্সি ব্লু এবং তার বাবাকে নিয়ে বেড়িয়ে পরেছিলেন সমুদ্রে ঘুরতে। এ সময় সূর্যের তাপ থেকে ছোট্ট ব্লু এর মুখকে রক্ষা করতে তার মাথায় পরিয়ে দিয়েছিলেন টুপি।
ওদিকে সমুদ্রেতীরে অবকাশযাপনের সময়টিতেও তারা সঙ্গে রেখেছিলেন তাদেও আদরের সন্তানটিকে। এক বাক্স ভর্তি বরফ, পানি এবং ওয়াইনের একটি বোতল সঙ্গে করেই আরামে সময়টি কাটিয়েছেন তারা।
নিজেদের চতুর্থ বিয়েবার্ষিকীর দিনটি অবশ্য তারা কেবল তিনজনের মধ্যেই সীমাবদ্ধ রাখেননি; আড়ম্বরপূর্ণ এক উদযাপনের মাধ্যমে অপরাহ উইনফ্রে, উইল স্মিথ এবং তার স্ত্রী জাডা পিঙ্কেটের মতো অতিথির সামনে ৪ এপ্রিল নিজেদের এই বিশেষ মুহুর্তটি পালন করেন তারা।
No comments:
Post a Comment