প্রতিদিন ২৪ ডেস্ক
ধূমপান স্বাস্থের জন্য ক্ষতিকর এই অপ্তবাক্য
মেনেই চিরতরে এই বদঅভ্যাস ত্যাগ করেছিলেন বলিউডি অভিনেতা এমরান হাশমি। তবে নিজে
ছাড়লে কী হবে, সিনেমার খাতিরে ও তাকে ঠিকই করতে হলো তামাক
সেবন;সাংহাই সিনেমার
খাতিরে এই কাজটি করতে বাধ্য হলেন তিনি। খবর ইন্দো এশিয়ান নিউজ সার্ভিস-এর।
সিনেমাটির প্রথম দিনের শুটিংয়েই এর পরিচালক দীবাকর ব্যানার্জী একটি দৃশ্যের জন্য এমরানকে তামাক চিবানোর নির্দেশ দেন। কিন্তু অনেক দিন ধরেই তামাকের ধারে কাছে না ঘেষা এমরানের জন্য বিষয়টি খুবই কঠিন হয়ে পড়ে। তামাক চিবুনোর ফলে তাৎক্ষণিকভাবেই বমিভাব হয় তার এবং অসুস্থ বোধ করতে শুরু করেন তিনি।
এ নিয়ে পরে দীর্ঘক্ষণ পরিচালকের সঙ্গে আলাপ করেন এমরান। কিন্তু চরীত্রের প্রয়োজনে শেষ পর্যন্ত তাকে হার মানতেই হয়, সিদ্ধান্ত হয় শুটিং এর খাতিরে তামাক চিবুনোর অভ্যাস করার।
No comments:
Post a Comment