Friday, April 13, 2012

পাঁচ নম্বর বিপৎসংকেতের কবলে জোনাকির আলো ছবি


প্রতিদিন ২৪ ডেস্ক
মীমসাগরে পাঁচ নম্বর বিপৎসংকেতের কবলে পড়েন মীম, কল্যাণ এবং পরিচালক খালিদ মাহমুদ মিঠু। তাঁরা সবাই সেন্ট মার্টিনে জোনাকির আলো ছবির শুটিংয়ে ব্যস্ত ছিলেন। গতকাল মঙ্গলবার সকালে তাঁরা সবাই ঢাকায় ফিরে এসেছেন। দুপুরে খালিদ মাহমুদ মিঠু জানান, গত পাঁচ দিন জোনাকির আলো ছবির শুটিং হয়েছে সেন্ট মার্টিনের
ছেঁড়াদ্বীপে। পরে সাগরে বিরূপ আবহাওয়ার কারণে শুটিং অসমাপ্ত রেখে দ্রুত ঢাকায় ফিরে আসার সিদ্ধান্ত নেন। 
মীম বলেন, ‘আমরা যখন জাহাজঘাটে এসে পৌঁছাই, ততক্ষণে শেষ জাহাজ ছেড়ে গেছে। সাগর তখনই ছিল উত্তাল। কী বড় বড় ঢেউ! ওই অবস্থার মধ্যেই আমরা শিল্পী ও কলাকুশলী মিলে ১৫ জন ট্রলারে রওনা দিই। কিছুদূর যাওয়ার পর সবাই ভেবেছিলাম, এই বুঝি ডুবে যাচ্ছি। ঘণ্টা খানেকের মধ্যে আমরা এসে পৌঁছাই শাহপরাণ বন্দরে। এরপর মাছের গাড়িতে করে এসেছি টেকনাফে।

No comments:

Post a Comment