প্রতিদিন ২৪ ডেস্ক
বিভূতিভূষণ বন্দোপধ্যায়ের ছোটগল্প ‘বাঁশী’ অবলম্বনে
সম-সাময়িক বাস্তবতায় নির্মিত হয়েছে একক নাটক ‘পূর্বরাগ’। এর
সুলেখা চরিত্রে অভিনয় করেছেন ফরজানা ছবি। নাটকটির চিত্রনাট্য ও পরিচালনা করেছেন
হাসান শিকদার।
ফারজানা ছবি জানিয়েছেন, ‘সুলেখা চরিত্রটি আমার অভিনয় জীবনের অন্যতম প্রাপ্তি। জীবনে যে মানুষ অবিচ্ছেদ্য, তার কোনো অবলুপ্তি নেই, বিনাশ নেই। শতরূপে শতবার ফিরে ফিরে আসে সে। সুলেখা চরিত্রটি আমাকে সেই বোধই দিয়েছে।’
নাটকের অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন শর্মিলী আহম্মেদ, নূনা আফরোজ, মাহমুদুল ইসলাম মিঠু ও শোয়েব।
নাটকটি চৈত্রসংক্রান্তি উপলক্ষে ১৩ এপ্রিল শুক্রবার রাত ৮ টায় মাছরাঙ্গা টেলিভিশনে প্রচারিত হবে।
No comments:
Post a Comment