প্রতিদিন ২৪ ডেস্ক
পপতারকা না হলে কী হতেন জাস্টিন বিবার? সম্প্রতি
এমন এক প্রশ্নে জানা গেল বিবারের গোপন স্বপ্নের কথা- মহাকাশচারী হতে চেয়েছিলেন
তিনি। খবর টাইমস অফ ইন্ডিয়ার।
সম্প্রতি মহাকাশচারণার আগ্রহ দেখা গেছে অভিনেতা অ্যাশটন কুচারের মধ্যেও। রিচার্ড ব্র্যানসনের সঙ্গে নিজের গাঁট থেকে দুই লাখ মার্কিন ডলার খসিয়ে সম্প্রতি মহাকাশযাত্রায় নাম লিখিয়েছেন কুচার
। জাস্টিনের এমন স্বপ্ন থাকলেও, এর জন্য
এতো অর্থ খরচ করতে এখনো প্রস্তুত নন তিনি- বৃটেনের এক টিভি শোতে একথা স্বীকার করে
নিয়েছেন তিনি।সম্প্রতি মহাকাশচারণার আগ্রহ দেখা গেছে অভিনেতা অ্যাশটন কুচারের মধ্যেও। রিচার্ড ব্র্যানসনের সঙ্গে নিজের গাঁট থেকে দুই লাখ মার্কিন ডলার খসিয়ে সম্প্রতি মহাকাশযাত্রায় নাম লিখিয়েছেন কুচার
‘অন্য কিছু করার সুযোগ থাকলে কী করতাম আমি? তাহলে সম্ভবত একজন মহাকাশচারীই হতে চাইতাম। কারণ মহাশূন্যে যাওয়ার ইচ্ছে আমার অনেক দিনের। এমন একটি কাজে সম্প্রতি অ্যাশটন কুচার সম্ভবত নাম লিখিয়েছেন, তবে এর জন্য যে পরিমাণ পয়সা তিনি ঢেলেছেন- তা করতে এখনো কিছুটা দ্বিধাই করবো আমি।’ ডেব্রেক নামের ওই টিভি শোতে এমনটাই জানিয়েছেন বিবার।
No comments:
Post a Comment