প্রতিদিন ২৪ ডেস্ক

সম্প্রতি বি-টাউনে শোনা যায়, কমল হাসান তার নতুন ছবি ‘আমার হ্যায়’-তে অভিনয়ের জন্য প্রস্তাব পাঠিয়েছেন শাহরুখ, সালমান এবং জ্যাকি চ্যাংয়ের কাছে। এমনকি পাতৌদি নবাব সাইফ আলি খানের কাছেও নাকি কমলের অফিস থেকে ফোন গেছে।
কিন্তু কমল সেই সব খবরকে গুজব বলে উড়িয়ে দিলেন এবং জানালেন, তার নতুন ছবি ‘আমার হ্যায়’-তে বলিউড-হলিউডের এইসব মেগাস্টারদের উপযুক্ত কোনো চরিত্রই নেই। তিনি এ মুহূর্তে তার ছবি ‘বিশ্বরূপম’ নিয়ে ব্যস্ত।
কমল ভারতের ট্যাবলয়েড ‘মিড ডে’-কে বলেন, “সাইফের উপযুক্ত একটি বিশেষ চরিত্র ‘আমার হ্যায়’ ছবিতে থাকলেও, এখনো আমরা তার কাছে কোনো প্রস্তাব পাঠাইনি। কারণ এখন আমি ‘বিশ্বরূপম’ নিয়ে ব্যস্ত। এই কাজ শেষ হলে আমরা নতুন প্রজেক্ট নিয়ে চিন্তা করা শুরু করবো।”
শাহরুখ, সালমান এবং জ্যাকি চ্যাংয়ের ব্যাপারে প্রশ্ন করা হলে নির্বাক ছবি ‘পুষ্পক’র সবাক অভিনেতা বলেন, “আমি জানি না কতো খানের কাছে আমার ছবির প্রস্তাব যাওয়ার গুজব ছড়িয়েছে। তবে আমি কোনো বলিউডমুখী আঞ্চলিক অভিনেতা নই যে, বলিউডে এন্ট্রির জন্য মেগাস্টারদের সঙ্গে ছবি বানাবো। আমার কোনো বলিউড তৃষ্ণা নেই।”
৫৭ বছর বয়সী এই অভিনেতা আরো বলেন, “আমি বলিউডে কোনো আহামরি কৃতিত্বের ছাপ রাখতে চাই না। ছবির প্রয়োজন যে ভাষা, আমি সে ভাষাতেই ছবি তৈরি করি। আমার ভক্তরা যেখানে আমাকে দেখতে চায় আমি সেখানেই কাজ করে স্বাচ্ছন্দ্য পাই।”
জ্যাকি চ্যাংয়ের ব্যাপারে কমল হাসান বলেন, “কিছুদন আগে চেন্নাইয়ে একটি অনুষ্ঠানে জ্যাকি চ্যাংয়ের সঙ্গে আমার দেখা হয়েছিল। তখন একজন বলেছিলেন, আমাদের একসঙ্গে কাজ করা উচিত। কিন্তু আমার তা মনে হয়নি। আমার জ্যাকি চ্যাং, খান কিংবা টম ক্রুজের সঙ্গে কাজ করার কোনো প্রয়োজন নেই। তবে হ্যাঁ, যদি কারো সঙ্গে অভিনয় করতেই হয় তাহলে দিলীপ কুমারের সঙ্গে জীবনে একবার অভিনয় করতে চাই।”
No comments:
Post a Comment