প্রতিদিন ২৪ ডেস্ক
ডেব্যু ছবি ‘রকস্টার’-এ কাপুর বয় রনবীরের তারকা
ইমেজের কাছে অনেকটাই ম্লান হয়েছিল বলিউডে নবাগতা নার্গিস ফাখরি। তার ওপর ওই ছবিতে
নার্গিসের জন্য ছিল না কোনো আইটেম গান কিংবা নাচের সুযোগ। কিন্তু এবার নার্গিস
নিজেকে জাহির করার জন্য পুরোপুরি প্রস্তুত। এবার আর ‘রকস্টার’র পেছনে থাকবেন না তিনি। এবার
নার্গিস হবেন ‘খিলাড়ি’র নায়িকা।
অক্ষয় কুমারের ‘খিলাড়ি’ সিরিজের নতুন পর্বের ‘মিসেস খিলাড়ি’ হিসেবে দেখা যাবে ‘আমেরিকাস টপ মডেল’ খ্যাত নার্গিস ফাখরিকে। ‘খিলাড়ি ৭৮৬’র জন্য আনুষ্ঠানিকভাবে
চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। জুন মাস থেকেই তিনি কাজ শুরু করবেন এই ছবির।
নার্গিসের এক বন্ধু টাইমস অফ ইন্ডিয়াকে জানান, নার্গিস ব্যক্তিগতভাবে আলোচনা
করেছেন অক্ষয়ের সঙ্গে। সে সময় অক্ষয় নার্গিসের সঙ্গে ছিলেন ছবির সহ-প্রযোজক
সঙ্গীত পরিচালক হিমেশ রেশমিয়া।
নার্গিসের ওই বন্ধু বলেন, “নার্গিস ‘খিলাড়ি ৭৮৬’ নিয়ে অনেক আনন্দিত। কারণ তার
এবারের চরিত্রটি ‘রকস্টার’ ছবির মতো না। এবারের চরিত্রে
নার্গিস নিজের মেধাকে জাহির করতে পারবে। এর পাশাপাশি অন্য খিলাড়ি ছবিগুলোর মতো
এবারের ছবিতেও গ্ল্যামারের ছড়াছড়ি থাকবে।”
২০ জুন থেকে শুরু হবে ‘খিলাড়ি ৭৮৬’ ছবির শুটিং। এর
জন্য এখন থেকেই নার্গিস নিজেকে প্রস্তুত করা শুরু করেছেন। তিনি যোগ দিয়েছেন বিশেষ
ওয়ার্কশপে। এবারের পুরানো ‘খিলাড়ি’ অক্ষয় এবং নতুন ‘মিসেস খিলাড়ি’কে নিয়ে এবারের ছবিটি পরিচলনা
করছেন আশিষ আর মোহন। ছবিটি ২০১৩ সালে মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে।
No comments:
Post a Comment