Monday, April 16, 2012

সিনেমার শেষে আমি আমাকে চিনতে পারছিলাম না’


প্রতিদিন ২৪ ডেস্ক
অভিনেতা জ্যাক এফ্রন তার নতুন সিনেমা দ্যা লাকি ওয়ান এ একজন যোদ্ধার চরিত্রে অভিনয় করেছেন। এজন্য তার পেশীর ওজন আট কেজি বাড়াতে হয়েছে। আর এতেই নাকি তিনি নিজেকে আর চিনতে পারছেন না! খবর ইন্দো এশিয়ান নিউজ সার্ভিস এর।

২৪ বছর বয়সী এ অভিনেতা তার ইচ্ছেশক্তিতে নিজেই অভিভূত বলে জানা গেছে। তিনি বলেছেন, ‘সিনেমার শেষে আমি আমাকে চিনতে পারছিলাম না
এফ্রন স্বাস্থ্যবিষয়ক একটি ম্যাগাজিনকে দেওয়া এক সাক্ষাৎকারে একথা বলেছেন।

আপনারা ক্রিশ্চিয়ান বেলের মতো লোকদের কথা শুনে থাকবেন, যারা অভিনয়ের মধ্যে ডুবে যান এবং অভিনয়ের প্রয়োজনে নিজেকে রূপান্তর ঘটাতে পারেন। আমি সবসময় ভাবতাম, যদি সত্যি আমার তার মতো একই কাজ করার মতো ইচ্ছেশক্তি থাকতো, তবে আমি অভিনয়ের প্রয়োজনে যে কোনো কিছুই করতে পারতাম।


দ্যা লাকি ওয়ানসিনেমার শুটিংয়ের সময় ওই ওজন বাড়ানোর বিস্ময়কর চেতনা কাজ করেছিল বলেই ধারণা এফ্রনের। তিনি আরো মনে করেন, তার ইচ্ছার তীব্রতা এবং কঠোর পরিশ্রমই তার ক্যারিয়ারে অনেক বড় ভূমিকায় অভিনয়ের সুযোগ এনে দিয়েছে।

No comments:

Post a Comment