প্রতিদিন ২৪ ডেস্ক
অভিনেত্রী জেরিন খান পার্টনারসিনেমার সিকুয়েলে
ক্যাটরিনা কাইফের ছেড়ে দেয়া চরিত্রে অভিনয় করার কথা পাকা করার আগে বলেছিলেন, নিজেকে
ক্যাটরিনা কাইফের লুকএলাইক হিসেবে ভাবতে চান না তিনি। এমনকি এজন্য তেমন সুযোগকেও
তিনি প্রশ্রয় দেবেন না। এখন আবার তাকে বলতে শোনা যাচ্ছে, ক্যারিয়ারে
‘আইটেম গার্ল’-এর তকমা
বসাতে চান না তিনি। আর এ কারণেই জিলা গাজিয়াবাদ-এর আইটেম
গানে অভিনয়ের সুযোগ ছেড়ে দিয়েছেন তিনি। খবর টাইমস অফ ইন্ডিয়ার।
সম্প্রতি জিলা গাজিয়াবাদ সিনেমার জন্য একটি আইটেম গানে অভিনয়ে রাজি হয়েছিলেন জেরিন। কিন্তু পরে শোনা যায়, ওই দৃশ্যে বিবেক ওবেরয় উপস্থিত থাকায় নাকি নিজের কথাই প্রত্যাখান করেছেন তিনি। একে অপেশাদার আচরণ বলেই সে সময় চিহ্নিত করছেন অনেক সিনেমা বোদ্ধা।
ওই ঘটনার পুরোটা সময় মন খারাপ করা পরিবেশে থাকা জেরিন এ বিষয়ে বলেছেন, ‘এটা একটা অপ্রয়োজনীয় বির্তক এবং এর দায়টাও শুধু আমার ওপরেই চাপানো হচ্ছে। মান্যতা আমার বন্ধু এবং সঞ্জয় দত্তও আমাকে বোনের মতোই স্নেহ করেন। সিনেমার ওই গানটা শুনেও ভালো লেগেছিলো আমার। কিন্তু আমি মান্যতাকে ভালোমতোই বুঝিয়ে বলেছিলাম যে, এখনই আরেকটা আইটেম গান করলে আমার নামের সঙ্গে ‘আইটেম গানের শিল্পী’ তকমাটি জুড়ে যাবে। কিন্তু আমি এমন মার্কামারা হতে চাই না। আর বিবেকের কথা বলা হচ্ছে সব জায়গায়। আসলে বিবেক তো ওই গানের অংশই ছিলো না কখনো!’
উল্লেখ্য, সালমান খানের বিপরীতে নিজের প্রথম সিনেমা বীরের পর জেরিনকে দেখা গেছেহাউজফুল টুতে। বলিউডের সাম্প্রতিক হিট সিনেমাটির অন্যতম অভিনেত্রী জেরিন এখন চাইছেন অভিনেত্রী হিসেবে বলিউডি সিনেমায় প্রতিষ্ঠা পেতে।
No comments:
Post a Comment