প্রতিদিন ২৪ ডেস্ক
সালমানকে যে রোগে ধরেছে, তা থেকে
কোনোদিন সেরে উঠতে পারবেন না তিনি। কারণ সেই রোগের চিকিসাৎ এখনো আবিষ্কৃত হয়নি।
সম্প্রতি সালমান জানালেন, দুরারোগ্য এই ব্যধি তার পিছু ছাড়ছে না। কোনো ওষুধ বা অস্ত্রপচার কাজ দিচ্ছে না তার ব্যথায়। স্নায়ুর রোগ ট্রিগমিনাল নিউরালজিয়ার ব্যথা এতোই তীব্র যে, জরিপে দেখা গেছে
এই রোগে আক্রান্ত অধিকাংশ ব্যক্তিই ব্যথা সইতে না পেরে আত্মহত্যার পথ বেছে
নেয়।সম্প্রতি সালমান জানালেন, দুরারোগ্য এই ব্যধি তার পিছু ছাড়ছে না। কোনো ওষুধ বা অস্ত্রপচার কাজ দিচ্ছে না তার ব্যথায়। স্নায়ুর রোগ ট্রিগমিনাল নিউরালজিয়ার ব্যথা এতোই তীব্র যে, জরিপে দেখা গেছে
৪৭ বছর বয়সী সালমান সেই ভয়াবহ ব্যথাই সহ্য করছেন সাত কছর ধরে। মাঝখানে গেল বছর একটা বড় অপারেশন করিয়ে আসেন আমেরিকা থেকে। কিন্তু কিছুদিন আগে আবারো নতুন করে ফিরে আসে এই ব্যথা এবং সালমানকে আবারো চিকিৎসকের শরণাপন্ন হতে হয়।
সবশেষ নিজের শারীরিক অবস্থা এবং অসুস্থতা নিয়ে সাল্লু বলেন, “এই পুরোপুরি শেষ হওয়ার মতো না। কিন্তু আধুনিক চিকিৎসাবিজ্ঞানের ওপর আমার আস্থা আছে। আশা করি এর কোনো চিকিৎসা অদূর ভবিষ্যতে উদ্ভাবিত হবে। যা আমাকে আবারো স্বাভাবিক জীবনযাপনে ফিরিয়ে নেবে।”
এই ব্যথার বর্ণনা দিতে গিয়ে সালমান বলেন, “ব্যথাটা অনেকটা চোয়ালে ইলেক্ট্রিক শক লাগার মতো। আবার কখনো মনে হয়, ছুরি দিয়ে চোয়ালে আঘাত করছে। খুবই যন্ত্রণাদায়ক
No comments:
Post a Comment