প্রতিদিন ২৪ ডেস্ক
প্রিন্স মাহমুদের কথা ও সুরে গত বছরের ঈদে প্রকাশিত
হয়েছিল মিশ্র অ্যালবাম ‘নির্বাচিতা’। অ্যালবামটির সাফল্যের পর এবারে তিনি একসঙ্গে
তিনটি প্রজেক্ট নিয়ে এগোচ্ছেন। এগুলোর একটি কুমার বিশ্বজিতের নতুন একক। এ
অ্যালবামটির মাধ্যমে আট বছর পর আবারও প্রিন্স মাহমুদের সুরে একক অ্যালবাম করছেন
কুমার বিশ্বজিত্। অ্যালবামটির প্রাথমিক কাজ এরই মধ্যে শুরু হয়েছে।
এ প্রসঙ্গে প্রিন্স মাহমুদ বলেন, ‘কুমার বিশ্বজিত্ এখন যুক্তরাষ্ট্রে আছেন। প্রাথমিকভাবে অ্যালবামটি নিয়ে বেশ কিছু চিন্তা-ভাবনা করা হয়েছে। যুক্তরাষ্ট্র থেকে ফিরে এলেই গানগুলোর রেকর্ডিং শুরু করতে পারব।’
এদিকে নিজের কথা ও সুরে একটি মিশ্র অ্যালবাম তৈরি করছেন প্রিন্স মাহমুদ। এরই মধ্যে অ্যালবামটির বেশির ভাগ গান রেকর্ডিং সম্পন্ন হয়েছে। যেখানে কণ্ঠ দিয়েছেন এ প্রজন্মের জনপ্রিয় শিল্পীরা।
প্রিন্স জানিয়েছেন, ‘ইচ্ছে আছে সামনের যেকোনো ঈদে মিশ্র অ্যালবামটি প্রকাশের। সেভাবেই কাজটা গুছিয়ে নিচ্ছি।’
মিশ্র অ্যালবাম ও কুমার বিশ্বজিতের অ্যালবামটি ছাড়া প্রিন্স মাহমুদ একজন নবীন গায়িকার অ্যালবামের কাজ করছেন।
No comments:
Post a Comment