Monday, April 16, 2012

‘সাহসী’ তকমাটিকেই বাজারজাত করার চেষ্টা করছেন পুণম

প্রতিদিন ২৪ ডেস্ক
অনবরত বিবসনা ছবি দিয়ে খবরের শিরোনাম তৈরি করে এবার পুণম পাণ্ডে এগোচ্ছেন বলিউডের দিকে। ভারতের সবচেয়ে সাহসীসিনেমায় অভিনয়ের মাধ্যমে শীঘ্রই বলিউডি অভিষেক হতে যাচ্ছে তার। অন্তত ওই সিনেমাসংশ্লিষ্টরা এই সাহসীতকমাটিকেই বাজারজাত করার চেষ্টা করছেন। খবর হিন্দুস্তান টাইমস-এর।


ভারতের এক দৈনিকের কাছে খবরটি নিশ্চিত করেন তার ব্যবসায়ীক উপদেষ্টা ভিপিন মেধাকর। তিনি বলেছেন, ‘ভারতীয় দর্শকদের জন্য এটাই হবে সবচেয়ে সাহসী সিনেমা। এপ্রিলের শেষে অথবা মে মাসের প্রথম সপ্তাহে দেখতে পাবেন এর ফার্স্ট লুক।

ওই সিনেমার প্রযোজনা প্রতিষ্ঠানের হেড অফ মার্কেটিং আদিত্য ভাটিয়াও জানিয়েছেন একই কথা। দৈনিকটিকে তিনি জানিয়েছেন, ‘আমরা পুণমের সঙ্গে চুক্তি করেছি। এপ্রিলের শেষের দিকে এর ঘোষণা দেয়া হবে। প্রচুর গ্রহণযোগ্যতা এবং একজন ভালো অভিনয়শিল্পী হওয়ার সম্ভাবনা দেখে প্রথম পছন্দ হিসেবেই পুণমকে এই সিনেমায় নিয়েছি আমরা।

এদিকে গুজব ছড়িয়েছে, এই সিনেমাটি নাকি পুণমের জীবন অবলম্বনে হবে। কিন্তু এমন হওয়ার সম্ভাবনা নাকচ করেছেন ভাটিয়া। এ বিষয়ে তিনি বলেছেন, ‘আমরা কেন তাকে নিয়ে কাহিনী বানাতে যাব? সাইবারস্পেসে তার জীবন একেবারে উন্মুক্ত। এই সিনেমায় আমরা একটু ব্যতিক্রমী আঙ্গিকেই তুলে ধরবো তাকে।

এদিকে বিবসনা হওয়াকে শিল্প মনে করা কিংফিশার ক্যালেন্ডার গার্ল পুণম এ বিষয়ে জানিয়েছেন, ‘শরীর থেকে কাপড় সরিয়ে ফেলাও একটা শিল্প। কারণ সবাই নিজের শরীর খোলামেলাভাবে দেখাতে পারে না। আমাকে এই সিনেমায় অন্যভাবে দেখা যাবে। সাহসী দৃশ্য এবং পুণম হাতে হাত ধরে এগোয়। তাই এই সিনেমায় আমি থাকলে অবশ্যই সাহসী দৃশ্যেই দেখতে পাবেন দর্শকরা। আগেই বলে রাখি, আপনারা এখন পর্যন্ত আমার প্রতিভার পাঁচ শতাংশ দেখেছেন। এবারে এর পুরোটাই দেখতে পাবেন আশা করি।

দেখা যাক, ‘প্রতীভাময়ীপুণম এবার নতুন কী চমক আনছেন বলিউডি দর্শকদের জন্য।

No comments:

Post a Comment