Monday, April 16, 2012

সাবেক স্বামীর বিয়ের খবরে খুশি জেনিফার

প্রতিদিন ২৪ ডেস্ক
এতোদিনে নিজের সাবেক স্বামী এবং তার সঙ্গীনির প্রতি রাগ গলে জল হয়েছে জেনিফার অ্যানিস্টনের! সম্প্রতি ব্র্যাড পিট এবং অ্যাঞ্জেলিনা জোলির বাগদানের খবরে পিটের এই সাবেক স্ত্রী কেবল আনন্দই প্রকাশ করেন নি, তাদের বিয়েতে উপস্থিত থাকার আগ্রহও দেখিয়েছেন এই ফ্রেন্ডসতারকা। খবর টাইমস অফ ইন্ডিয়ার।


৪৩ বছর বয়স্ক এ অভিনেত্রী তার বর্তমান প্রেমিক জাস্টিন থেরক্সকে নিয়ে খুবই সুখী এবং এজন্যই প্রাক্তন স্বামীর বিয়ের সংবাদেও তিনি আনন্দিত বলেই জানা গেছে। জেনিফারের উদ্ধৃতি দিয়ে হলিউড লাইফ জানিয়েছে, ‘ব্র্যাড ও জোলির বিয়ের খবরে জেনিফার আনন্দিত। জাস্টিনের সঙ্গে তার গভীর প্রেমের সম্পর্ক রয়েছে। এজন্য তিনি অ্যাঞ্জেলিনার কাছে খুবই কৃতজ্ঞ। কথাটা অদ্ভুত শোনালেও এটা সত্যি যে, অ্যাঞ্জোলিনা যদি ব্র্যাডের সঙ্গে না জড়াতেন, তাহলে জেনিফারও জাস্টিনের সঙ্গে রোমান্টিক সম্পর্কে জড়াতে পারতেন না। জেনিফার এখন সত্যি একটি দারুণ সুন্দর জায়গায় রয়েছেন।

সূত্র আরো জানিয়েছে, জেনিফার যদি এই তারকা জুটির বিয়ের অনুষ্ঠানে অংশগ্রহণ করেন, তবে এতে অবাক হওয়ার কিছুই নেই। 

উল্লেখ্য, ২০০৫ সালে বিবাহিত জীবনের সাত বছর পর পিট-অ্যানিস্টোন দম্পতির ছাড়াছাড়ি হয়ে যায়।

শোনা যায়, মিস্টার অ্যান্ড মিসেস স্মিথ সিনেমার শুটিংয়ের সময় থেকে ব্র্যাঞ্জেলিনা জুটি প্রণয়ের সম্পর্কে জড়ান। যদিও পিট তখন অ্যানিস্টোনের সাথে দাম্পত্য জীবন কাটাচ্ছিলেন।

No comments:

Post a Comment