প্রায় ১০ বছর পর অভিনয়ে ফিরছেন বলিউড ইতিহাসের অন্যতম সফল অভিনেত্রী
শ্রীদেবী। ইতিমধ্যে এ বিষয়ে সবকিছু পাকাপাকি হয়েছে। চলতি বছরেই শ্রীদেবী অভিনীত
নতুন একটি ছবি মুক্তি পেতে যাচ্ছে। ছবির নাম ‘ইংলিশ বিংলিশ’। ছবিটি
পরিচালনা করছেন গৌরি সিনদে। ছবিতে অভিনয় করছেন বিগ বি অমিতাভ বচ্চনও। এর আগে ১৯৯২
সালে মুক্তি পাওয়া এ জুটির ‘খুদা গাওয়া’ ছবিটি সুপারহিট
ছবিতে পরিণত হয়েছিলো। সত্তর দশকের
শেষের দিকে অনেক অল্প বয়সে বলিউডে নায়িকা হিসেবে কাজ শুরু করলেও আশি ও নব্বই দশকেই
সর্বাধিক সফলতা পান শ্রীদেবী। এই সময়ে হিম্মাতওয়ালা, কর্মা,
রূপ কি রানী চোর কা রাজা, মিস্টার
ইন্ডিয়া, চালবাজ, খুদা গাওয়াহ,
লাডলা, চান্দনী, লামহে, জুদাই ছবির মতো সুপারহিট ছবি উপহার দেন
এ অভিনেত্রী। ১৯৯৬ সালে প্রযোজক বনি কাপুরের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ার পর বলিউডকে
বিদায় জানান শ্রীদেবী। জানবি ও খুশি নামের দুটি কন্যা সন্তান রয়েছে তার। বলিউড
থেকে দূরে সরে গেলেও মাঝে মধ্যেই ছোটপর্দার বিভিন্ন শোতে তার উপস্থিতি লক্ষ্য করা
গেছে। সর্বশেষ ২০০৯ সালে সালমান খানের শো ‘দাস কা দাম’-এ স্বামী বনি
কাপুরসহ অতিথি হয়ে এসেছিলেন তিনি। এর মধ্যে শ্রীদেবী দায়িত্ব পালন করেছেন এশিয়ান
একাডেমী অব ফিল্ম এন্ড টেলিভিশনের বোর্ড অব ডিরেক্টর হিসেবে। বর্তমানে পুরোপুরি
সংসার নিয়ে ব্যস্ত থাকলেও শ্রীদেবী শুধু ভক্তদের জন্য ফিরছেন ‘ইংলিশ বিংলিশ’ ছবিটির মধ্য দিয়ে। বর্তমানে ছবিটির শুটিং চলছে। ছবিটি চলতি বছরের শেষেই
মুক্তি পাওয়ার কথা রয়েছে। এ ছবিতে অভিনয় প্রসঙ্গে শ্রীদেবী বলেন, আমি প্রায় এক যুগ ধরে বলিউডে নিয়মিত নই। এবার নতুন এ ছবির মধ্য দিয়ে
আবার ফিরছি বলিউডে। মূলত ভক্তদের জন্যই আমার এ কামব্যাক। কারণ, যখনই ভক্তদের সঙ্গে দেখা হয় তখনই ছবি কেন ছেড়েছি এতো তাড়াতাড়ি- এ
বিষয়টি জানতে চায়। আমি সত্যি বলতে খুব আবেগপ্রবণ হয়ে পড়ি এমন কথা শুনলে। সেই
ভক্তদের জন্যই আসলে এ বছরই নতুন ছবির মাধ্যমে ফিরছি।
No comments:
Post a Comment