প্রতিদিন ২৪ ডেস্ক
টানা কয়েক মাস শাহরুখ খান-প্রিয়াংকা চোপড়ার
ঘনিষ্ঠতা নিয়ে নানা খবর প্রকাশিত হওয়ার পর ইদানীং বলিউডে অনেকটাই কোণঠাসা, বন্ধুহীন হয়ে
পড়েছিলেন প্রিয়াংকা চোপড়া। এ কারণে বেশ কিছুদিন ধরে শাহরুখের সংশ্রব থেকে নিজেকে
পুরোপুরি গুটিয়ে নেওয়ার চেষ্টা করেছেন তিনি। সম্ভবত এরই ধারাবাহিকতায় এবারে
পরোক্ষভাবে
শাহরুখের সঙ্গে বন্ধুত্বের অবসানের ইঙ্গিত দিলেন ২৯ বছর বয়সী এই
বলিউডের অভিনেত্রী।অথচ একটা সময়ে শাহরুখের নাম মুখে নিতেই লজ্জায় লাল হয়ে যেতেন প্রিয়াংকা। কিন্তু দিন কয়েক আগে বিষয়টি বেমালুম অস্বীকার করে বসেছেন এই অভিনেত্রী। তার পরও শাহরুখের সঙ্গে তাঁর বন্ধুত্বের বিষয়টিকে বিবেচনায় নিয়ে অনেকেই ভেবেছিলেন, এবারের আইপিএল মৌসুমে শাহরুখের কলকাতা নাইট রাইডার্সকে সমর্থন দেবেন প্রিয়াংকা। কলকাতা নাইট রাইডার্সকে সমর্থন দিচ্ছেন কি না—জিজ্ঞেস করা হলে প্রিয়াংকা সরাসরি কিছু না বললেও, ইশারায় সাফ বুঝিয়ে দিয়েছেন তিনি তা করছেন না। তাঁর বক্তব্যে শাহরুখের সঙ্গে বন্ধুত্বের অবসানেরও স্পষ্ট ইঙ্গিত ফুটে উঠেছে। এ প্রসঙ্গে প্রিয়াংকার উদ্ধৃতি দিয়ে ওয়ান ইন্ডিয়া জানিয়েছে, ‘বলিউডে আমার অনেক বন্ধুই আছেন যাঁরা আইপিএলে বিভিন্ন দলের মালিক। তাঁদের মধ্যে আছেন প্রীতি জিনতা, আছেন শিল্পা শেঠি। এবারের মৌসুমে আমি এঁদেরই সমর্থনের সিদ্ধান্ত নিয়েছি।’
No comments:
Post a Comment