Monday, April 16, 2012

অস্কারজয়ী অভিনেত্রী কেট নেমেছেন একটি অন্যরকম প্রত্যয় নিয়ে


প্রতিদিন ২৪ ডেস্ক
অস্কারজয়ী অভিনেত্রী কেট উন্সলেট নেমেছেন একটি অন্যরকম প্রত্যয় নিয়ে। বাক প্রতিবন্ধীর কষ্ট, তাদের সীমাবদ্ধতা এবং শূন্যতাকে তিনি তুলে ধরবেন বিশ্বের সবার সামনে। আর তার সঙ্গে যোগ দিয়েছেন তার বন্ধু ও সহকর্মীরাও। এই দলে সবশেষ শামিল হলেন হলিউডের শক্তিশালী অভিনেতা জর্জ ক্লুনি। কালো গোল হ্যাট মাথায় দিয়ে ছবি তুলে তিনি জায়গা করে নিলেন কেট উন্সলেটের
দ্য গোল্ডেন হ্যাটবইয়ে।

বাক-প্রতিবন্ধীদের নিয়ে একটি বই সম্পাদনা করছেন টাইটানিকঅভিনেত্রী কেট। আর তিনি তার বইয়ের নাম দিয়েছেন দ্য গোল্ডেন হ্যাট। এই নামকরণের ব্যাপারে কেট জানান, এই নামটা একটা কবিতা থেকে নেয়া। যে কবিতাটি লিখেছে এক বাক-প্রতিবন্ধী বালক কেলি ডাগমার। সে একটি জাদুর টুপির স্বপ্ন দেখে। যে টুপিটা মাথায় দিলেই সে ফিরে পায় কথা বলার ক্ষমতা, কিন্তু খুব কম সময়ের জন্য। ২০০৯ সালে কেলি এবং তার মায়ের সংগ্রাম নিয়ে একটি ডকুমেন্টারিতে কাজ করেছিলেন কেট উইন্সলেট। সেই থেকে ছোট্ট বালক কেলিকেই অনুপ্রেরণা হিসেবে নিয়েছেন কেট।

কেলির সেই জাদুকরি টুপির কনসেপ্ট থেকেই দ্য গোল্ডেন হ্যাটতৈরি করছেন কেট। যেখানে ছবি থাকবে সব খ্যাতনামা হলিউড সেলিব্রেটি, সঙ্গীতশিল্পী সাংবাদিক এবং ব্যবসায়ীদের। কালো রঙের গোল একটি টুপি মাথায় দিয়ে, মুখ অর্ধেক ঢেকে এবং শুধু ঠোঁটের অংশটুকু বের করে নিজের ছবি নিজেরাই তুলবেন সেলিব্রেটিরা। আর ওই ছবির একটি যথার্থ ক্যাপশন দেবেন তারা এবং ওই ছবিটি উৎসর্গ করবেন কেলির মতো বিশ্বের সব বাক-প্রতিবন্ধীদের। সেই সঙ্গে প্রতিটি ছবির সঙ্গে একটি প্রশ্নের জবাব দেবেন সব সেলিব্রেটি। প্রশ্নটি হলো, “যদি আপনি বাক-প্রতিবন্ধী হতেন এবং কোনোদিন যদি এমন জাদুর টুপি পেয়ে মুখের ভাষা কয়েক সেকেন্ডের জন্য ফিরে পেতেন- সবার আগে কী বলতেন?”

এই প্রশ্নটি সবার কাছে সহজ মনে হলেও, এর উত্তর খুঁজতে গিয়ে অনেকেই দ্বিধায় পড়েছেন। অ্যাঞ্জেলিনা জোলি এর উত্তরে অনেক ভেবে চিন্তে বলেছেন, “সবজি খাও।আর ক্লুনি বলেছেন, “আমি আমার সব খারাপ কাজের জন্য দুঃখিত।
 তবে কেটের দৃষ্টিতে সবচেয়ে হৃদয়স্পর্শী উত্তরটি ছিল অভিনেত্রী ম্যারিয়ন কটিলার্ডের। তিনি দ্য গোল্ডেন হ্যাটর জন্য বলেছেন, “মৌনতায় শক্তি আছে, মৌনতাও কিছু বলে, এটাও পৃথিবীর একটা অংশ, কারো জন্য এটাই পৃথিবী।

তাছাড়া ৩৬ বছর বয়সী কেটের সঙ্গে এ ব্যাপারে একাত্মতা প্রকাশ করেছেন তার আরো অনেক সহকর্মী। যাদের মধ্যে আছেন-জুড ল, বেন স্টিলার, এমিলি ব্লান্ট, স্যার রিচার্ড ব্র্যানসন, লিওনার্দো ডিক্যাপ্রিও, পেনেলোপি ক্রুজ, ড্যানিয়াল রেডক্লিফ, জ্যাক এফরন, মেরিল স্ট্রিপ এবং আমেরিকার ভোগসম্পাদক অ্যান উইনটর।

শুধু বই নয়, বাক-প্রতিবন্ধীদের অধিকার রক্ষায় একটি দাতব্য সংস্থাও খুলতে যাচ্ছেন তিনি। যার নাম হবে গোল্ডেন হ্যাট ফাউন্ডেশন। যেখানে কেটের সঙ্গে থাকবে সেই ছোট্ট বালক কেলির মা।
 এই বই এবং দাতব্য সংস্থার ব্যাপারে কেট উইন্সলেট বলেন, “আশা করছি এর মাধ্যমে আমরা একটু হলেও বাক-প্রতিবন্ধী মানুষের কষ্টটাকে অনুধাবন করতে পারবো। বুঝতে পারবো, তাদের শব্দহীন জীবনটা কতো কঠিন। তাদের জন্য সব মহলে সচেতনতা সৃষ্টি করাই আমাদের মূল লক্ষ্য ও উদ্দেশ্য।

No comments:

Post a Comment