প্রতিদিন ২৪ ডেস্ক
শাহরুখ খানের হাত ধরে যাত্রা
শুরু করলো ভারতের পশ্চিমবঙ্গের প্রথম ফিল্মসিটির। রোববার চন্দ্রকোণায় একটি
বেসরকারি সংস্থার উদ্যোগে এই ফিল্মসিটির উদ্বোধন করলেন বলিউডের বাদশা। তবে রাজ্যের
ব্র্যান্ড অ্যাম্বাসেডরের হাতে এই উদ্বোধন হলেও, অনুষ্ঠানে হাজির ছিল না রাজ্য সরকারের কোনো প্রতিনিধি।
ঘড়ির কাঁটায় ঠিক বারোটা। হেলিকপ্টারে চেপে চন্দ্রকোণার নতুন ফিল্মসিটিতে হাজির হন বলিউডের বাদশা। পশিচমবঙ্গের নতুন এই ফিল্মসিটির উদ্বোধনের আগে রাজ্যবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানান রাজ্যের ব্র্যান্ড অ্যাম্বাসেডর। এই স্মৃতিকে ধরে রাখতে কিং খানের হাতের ছাপ সংরক্ষণ করে অনুষ্ঠানের উদ্যোক্তারা। ফিল্মসিটির মিউজিয়মে এই হাতের ছাপটি বিশেষ স্মারক হিসেবে রাখা থাকবে বলে উদ্যোক্তারা জানায়। ভিতরে যখন উদ্বোধন পর্ব চলছে, অডিটোরিয়ামের বাইরে তখন বলিউড বাদশা শাহরুভকে এক ঝলক দেখতে ভক্তদের ভিড়। বাইরের সেই ভক্তদেরও হতাশ করণে না শাহরুখ। অডিটোরিয়ামের আনুষ্ঠানিকতা শেষে বাইরের মুক্ত মঞ্চও মাতালেন তিনি।
হায়দ্রাবাদের রামুজি ফিল্মসিটির আদলে গড়ে উছেছে পশ্চিমবঙ্গের এই ফিল্মসিটিটি। কলকাতা থেকে ১৬৫ কিলোমিটার দূরে পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনায় প্রায় দুই হাজার ৭০০ একর জমির ওপর গড়ে উঠেছে এই ফিল্মসিটি। রোববার এর উদ্বোধন হলেও, চলতি বছরের শেষের দিকে গিয়ে কাজ শুরু করবে ফিল্মসিটি।
আগামী চার/পাঁচ বছরের মধ্যেই পশ্চিমবঙ্গের বুকে গড়ে
উঠবে এক হাজার কোটির এই ফিল্মসিটি। তবে কয়েকমাসের মধ্যে প্রথম পর্যায়ের কাজ শেষ
হওয়ার পরই ফিল্মসিটি খুলে দেওয়া হবে ছবি নির্মাতাদের জন্য। প্রয়াগ গ্রুপের
ম্যানেজিং ডিরেক্টর অভীক বাগচি জানিয়েছেন, শুধুমাত্র বাংলা
ফিল্ম ইন্ডাস্ট্রি নয়, বিশ্বমানের ফিল্ম
তৈরির সবরকম সুযোগ সুবিধা থাকবে এই নতুন ফিল্মসিটিতে।
সাউন্ড প্রুফ স্টুডিও ফ্লোরের পাশাপাশি, স্থায়ী আউটডোর ও ইনডোর সেট, কৃত্রিম ল্যান্ডস্কেপ, ডিজিটাল কালার ল্যাব ও ডাবিং স্টুডিও-সহ প্রি ও পোস্ট প্রোডাকশনের সবরকম ব্যবস্থা থাকবে প্রয়াগ ফিল্মসিটিতে। রামোজি ফিল্মসিটির মতো তৈরি হবে বিভিন্ন ধরনের আউটডোর লোকেশনও। থাকবে একটি হেলিপ্যাড, বগিযুক্ত ট্রেনসমেত রেলস্টেশন, গল্ফ কোর্স, সুইমিং পুল, ট্রি হাউস, রেস্টুরেন্ট, কটেজ এবং আরো অনেক কিছু। বাদ যাচ্ছে না ছোট পর্দাও। টেলিভিশনের বিভিন্ন ধারাবাহিক ও রিয়্যালিটি শো শুট করার জন্য থাকবে আলাদা ব্যবস্থা। অভীক বাগচির বক্তব্য অনুযায়ী, ফিল্মসিটিতে থাকবে দক্ষ এবং অভিজ্ঞ টেকনিশিয়ানের দল।
সাউন্ড প্রুফ স্টুডিও ফ্লোরের পাশাপাশি, স্থায়ী আউটডোর ও ইনডোর সেট, কৃত্রিম ল্যান্ডস্কেপ, ডিজিটাল কালার ল্যাব ও ডাবিং স্টুডিও-সহ প্রি ও পোস্ট প্রোডাকশনের সবরকম ব্যবস্থা থাকবে প্রয়াগ ফিল্মসিটিতে। রামোজি ফিল্মসিটির মতো তৈরি হবে বিভিন্ন ধরনের আউটডোর লোকেশনও। থাকবে একটি হেলিপ্যাড, বগিযুক্ত ট্রেনসমেত রেলস্টেশন, গল্ফ কোর্স, সুইমিং পুল, ট্রি হাউস, রেস্টুরেন্ট, কটেজ এবং আরো অনেক কিছু। বাদ যাচ্ছে না ছোট পর্দাও। টেলিভিশনের বিভিন্ন ধারাবাহিক ও রিয়্যালিটি শো শুট করার জন্য থাকবে আলাদা ব্যবস্থা। অভীক বাগচির বক্তব্য অনুযায়ী, ফিল্মসিটিতে থাকবে দক্ষ এবং অভিজ্ঞ টেকনিশিয়ানের দল।
প্রয়াগ ফিল্মসিটির ব্যাপারে শাহরুখ বলেন, “এটা পশ্চিমবঙ্গেরই না ভারতের
এজন্য একটি ইতিবাচক অগ্রগতির দৃষ্ঠান্ত। আমি আগামী বছর চেষ্টা করবো এখানে আমার
ছবির শুটিং শুরু করার। স্টুডিওটা আমার দারুণ পছন্দ হয়েছে।” সূত্র: জি নিউজ।
No comments:
Post a Comment