Wednesday, April 4, 2012

সালমান-ক্যাটরিনার গোপন বিয়ে


প্রতিদিন ২৪ ডেস্ক

1 April: বলিউডের আকাশে-বাতাসে উড়ছে ধামাকা খবর! গোপনে বিয়ের কাজটি সেরে ফেলেছেন সালমান-ক্যাটরিনা! অবিশ্বাস্য হলেও  খবরটা সত্যি। নাহ কোনো ফিল্মে নয়সবার চোখে ধূলো দিয়ে লুকিয়ে সত্যিই তারা বিয়ে

করেছেন। তাদের বিয়ের এই গোপন খবরটি সম্প্রতি ফাঁস করে দিয়েছে জি-নিউজ 

বলিউডের এভারগ্রিন ব্যাচেলর সালমানের বিয়ের প্রতীক্ষায় ছিল তার ভক্তরাসহ গোটা বিশ্ব। এমনকি কিছুদিন আগে বলিউডের আরেক সুপারস্টার ও বন্ধু আমির খান এ বছর সালমানের বিয়ে দেখার জন্য শুভকামনা জানান। সালমানের পরিবারও দীর্ঘদিন অপেক্ষায় ছিলো তার বিয়ের। সবার প্রত্যাশাকে পূরণ করতেই বোধহয় গোপনেই বিয়ের কাজটি সেরে নিলেন সালমান। তাও আবার জীবনসঙ্গী হিসেবে বেছে নিয়েছেন দীর্ঘদিনের গার্লফ্রেন্ড ক্যাটরিনা কাইফকে

সালমান ও ক্যাটরিনার বিয়ের গোপন অনুষ্ঠানিকতায় উপস্থিত থাকা নির্ভরযোগ্য এক অতিথি জি-নউজকে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেনমাত্র কয়েকজনের উপস্থিতিতে বিয়ে করেছেন সালমান ও ক্যাটরিনা। তাদের সংবর্ধনার পার্টিও অনুষ্ঠিত হয় ঘনিষ্ঠ কয়েকজন বন্ধুদের উপস্থিতিতে। দীর্ঘ সময় ধরে তারা একে অপরকে চেনেন। প্রেমের উত্থান-পতনের পালাবদলে আবার তারা কাছাকাছি আসেন জুটি বেঁধে নতুন ছবিতে অভিনয় করতে গিয়ে। এ সময়ই তার নিজেদের ভুল বোঝাবুঝি চুকিয়ে নেন। এরপর আর দেরি নয়। আবার কোন ভুল বোঝাবুঝির ঘটার আগেই নিজেদের সম্পর্ককে স্বীকৃতি দেবার সিদ্ধান্ত নেন দুজনই। তবে তারা বিয়ের খবরটি গোপন রেখেছেন তাদের নতুন ছবি এক থা টাইগার’-এর কথা ভেবেই। বিয়ের খবর ছবিটির উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে সে আশংকায় এখনো মুখ খুলেননি  নববিবাহিত এই দম্পতি। ।

সালমানের ভক্তরা যেখানে প্রতীক্ষায় আছে প্রিয় তারকার বিয়ে উপলক্ষে আনন্দ-উচ্ছ্বাসে মাতোয়ারা হবে, ঠিক তখন সল্লু মিয়ার চালাকি সব ভেস্তে দিল। এখন পর্যন্ত সালমান বা ক্যাটরিনা কেউই  এ বিষয়ে মুখ খুলেননি। তবে প্রতক্ষদর্শীর সূত্র অনুযায়ী তাদের গোপন বিয়ের খবরটি যদি সত্যি প্রমানিত হয়তবে ভক্তরা প্রিয় সালমানের উপর রেগে না গিয়ে বরং খুশিই হবেন। কেননা প্রিয় দুই সেলিব্রেটিকে একসঙ্গে দেখার প্রত্যাশায় ছিল তাদের অসংখ্য ভক্ত

বলিউড ফিল্মডোম  অভিষেক-ঐশ্বরিয়ার মত আরেকটি আলোচিত তারকা দম্পত্তি পেল সালমান-ক্যাটরিনা

No comments:

Post a Comment