প্রতিদিন ২৪ ডেস্ক
1 April: ইয়াশ রাজের নতুন ছবির শুটিং করতে গিয়ে পা পুঁড়ে গেছে বলিউড ফিল্মডোমের আবেদনময়ী নায়িকা ক্যাটরিনা কাইফের। এই দূঘটনার
ব্যাপারটি তিনি মিডিয়া কাছে গোপন রাখতে চাইলেও তা সম্ভব হয় নি। সম্প্রতি ‘রাজনীতি-দ্য ফিল্ম এন্ড বাইয়োন্ড’ নামে একটি বইয়ের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হয়ে উপস্থিত হন। সেখানেই তার পায়ের ক্ষত মিডিয়ার চোখে ধরা পড়ে।
এই দূর্ঘটনা সম্পর্কে ক্যাটরিনার ঘনিষ্ঠ এক সূত্র জানিয়েছে, ইয়াশ রাজের নতুন ছবিতে মোটর সাইকেলে চড়ে একটি দৃশ্যের শুটিং করছিলেন ক্যাটরিনা। অসাবধানতায় মোটর সাইকেলের উত্তপ্ত সাইলেন্সরে তার পা লেগে যায়। ঝলসে যায় পায়ের চামড়া। আহত পা নিয়েই তিনি শুটিং চালিয়ে যান। কিন্তু কিছুক্ষণ পায়ের ক্ষতে অসহ্য জালা সহ্য করতে না পেরে তিনি চিকিৎসকের শরণাপন্ন হন। চিকিৎসক তার পায়ের ক্ষত স্থান বেঁধে দেন এবং বিশ্রামে থাকতে বলেন।
শুটিংয়ের পা পুঁড়ে আহত হওয়ার খবরটি ক্যাটরিনা গোপন রাখার কারণ হিসেবে সূত্রটি জানায়, কোথায় ঘটেছে, কেন ঘটেছে, কিভাবে ঘটেছে এরকম অসংখ্য প্রশ্নের উত্তর দেওয়া এড়ানোর জন্যই বিষয়টি তিনি চেপে যান। কিন্তু শেষপর্যন্ত তাকে এধরণের প্রশ্নের মুখোমুখি হতেই হলো। একের পর এক প্রশ্নের উত্তর দেওয়ার বিড়ম্বনা ক্যাটরিনা এড়াতে পারতেন যদি মনে করে তার পায়ের ক্ষতস্থানের ব্যান্ডেজটুকু খুলে আসতেন।
No comments:
Post a Comment