প্রতিদিন ২৪ ডেস্ক

1 April: বিখ্যাত অভিনেতা বাবা কমল হাসান এবং অভিনেত্রী মা সারিকার যোগ্য মেয়ে শ্রুতি। যিনি প্রথমে গান দিয়ে পরে অভিনেত্রী হিসেবে
নিজেকে প্রমাণ করেছেন। তামিল ছবির জগতে শ্রুতির সাফল্য ঈর্ষণীয়। কিন্তু বলিউডে শীর্ষে ওঠার স্বপ্ন এখনো অধরাই থেকে গেছে শ্রুতির।
এ সপ্তাহেই মুক্তি পেল শ্রুতির তামিল ছবি ‘থ্রি’। যা পরিচালনা করেছেন সাউথ সুপারস্টার রজনীকান্তের মেয়ে ঐশ্বরিয়া। ছবিতে শ্রুতির বিপরীতে কাজ করেছেন ঐশ্বরিয়ার স্বামী জাতীয় পুরস্কার বিজয়ী অভিনেতা ধানুস। মুক্তির পর থেকেই ইতিবাচক সাড়া পাচ্ছে ‘থ্রি’। তাই সেই সাফল্যের আন্দদ প্রকাশ করতেই এবার মুখ খুললেন শ্রুতি হাসান।
শ্রুতির ইচ্ছা তামিল ইন্ডাস্ট্রির মতো বলিউড থেকেও এমন সাফল্য অর্জনের। তাই তিনি এখন নিজেকে সেভাবেই প্রস্তুত করছেন। শ্রুতি বলেন, “আমি গণ্ডি থেকে বেরিয়ে নিজের কাজের ক্ষেত্রকে বাড়াতে চাই। বলিউডে কাজ করবো, তবে সবার আগে এই দিকের কাজগুলোই প্রাধান্য পাবে। বলিউডে যে কাজগুলোই করবো, চেষ্টা করবো তা দিয়েই নিজের প্রতিভাকে প্রমাণ করার। শুধু আর্থিক সাফল্যই না, আমি চাই ভালো সমালোচনাও।”
No comments:
Post a Comment