প্রতিদিন ২৪ ডেস্ক

1 April: চন্ডিগড়ের সুন্দরী বন্যা মিশ্র জিতে নিয়েছেন এবারের মিস ইন্ডিয়া খেতাব। ৩০ মার্চ শুক্রবার রাতে মুম্বাইতে জমকালো আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ‘ফেমিনা মিস ইন্ডিয়া ওয়ার্ল্ড ২০১২‘-এর গ্র্যান্ড ফিনালে। এতে
বিচারকদের রায়ে ‘মিস ইন্ডিয়া ওয়ার্ল্ড ২০১২’-এর মুকুট পরিয়ে দেওয়া হয় ১৯ বছর বয়সী বন্যা মিশ্রের মাথায়।
আসন্ন ‘মিস ওয়ার্ল্ড ২০১২’ প্রতিযোগিতায় ভারতের প্রতিনিধিত্ব করবেন এবারের মিস ইন্ডিয়া ওয়ার্ল্ড বন্যা মিশ্র। এবারের মিস ইন্ডিয়া আর্থ নির্বাচিত হয়েছেন পুনের ২৪ বছরের তরুণী প্রাচী মিশ্র এবং ২৩ বছর বয়সী চেন্নাইয়ের মেয়ে রোচেল মারিয়া রাও নির্বাচিত হয়েছেন মিস ইন্ডিয়া ইন্টারন্যাশনাল। প্রাচী আর রোচেল যথাক্রমে মিস আর্থ ২০১২ ও মিস ইন্টারন্যাশনাল ২০১২ প্রতিযোগিতায় ভারতের প্রতিনিধিত্ব করবেন। মিস ইউনিভার্স প্রতিযোগিতায় গত দুবছরের মতো এবারও ভারত থেকে কোনো প্রতিযোগী অংশ নেওয়া থেকে বিরত থাকছে। ২০১০ সাল থেকে পক্ষপাতের প্রতিবাদে মিস ইউনিভার্স প্রতিযোগিতায় অংশগ্রহণ থেকে বিরত থাকার সিদ্ধান্ত নিয়েছে ফেমিনা।
‘ফেমিনা মিস ইন্ডিয়া ওয়ার্ল্ড ২০১২’-এর গ্র্যান্ড ফিনালে পর্বে অংশ নিয়েছে ২০ জন প্রতিদ্বন্দ্বী। তারা বিচারক ও দর্শকদের সামনে তাৎক্ষণিক পারফর্মেন্সে অংশ নেয়। বিচারকদের বিভিন্ন প্রশ্নের বুদ্ধিদীপ্ত উত্তরও দেন তারা। এবারের মিস ইন্ডিয়া প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেছেন বলিউড অভিনেত্রী সোনম কাপুর, প্রযোজক একতা কাপুর, চলচ্চিত্র পরিচালক রোহিত শেঠি, অভিনেত্রী সোনালি বেন্দ্রে, ক্রিকেটার হরভাজন সিং, ডিজাইনার রঘবেন্দ্র রাঠোর, কণ্ঠশিল্পী সোনু নিগম এবং টেলিভিশন অভিনেতা শক্তি থানওয়ার।
No comments:
Post a Comment