Wednesday, April 4, 2012

যৌনপ্রিয়তার ঝড় তোলা পাওলি সমালোচনা



প্রতিদিন ২৪ ডেস্ক
1 April: জনপ্রিয়তা বা যৌনপ্রিয়তার ঝড় তোলা পাওলি এখন নিজেই সম্ভবত নিজ এলেমের ভুক্তভোগী। খাপখোলা তলোয়ারের মতো খোলা পিঠের ছবি বসানো পোস্টার দেয়ালে সাঁটনোর পর থেকেই
একের পর এক আঙ্গুল উঠছে তার দিকে। সাধারণের সে আগ্রহ কিছুটা প্রশংসার হয়তো, তবে মিডিয়ায় সে আলোচনার অধিকাংশই সমালোচনার। আর এতেই তার ফিরতি অভিযোগ উঠলো অন্য অভিনেত্রীদের দিকে। খবর টাইমস অফ ইন্ডিয়ার।

যদিও হেইট স্টোরি সিনেমার প্রথম প্রকাশেই মানুষের উৎসাহ ও আগ্রহের কেন্দ্রবিন্দুতে যাওয়ার খবরে অবাক হয়েছেন পাওলি নিজেও। তবে বলিউডের জন্য নিজেকে নতুন করে গড়তে পেরে আনন্দিতও তিনি। কিন্তু ‘প্রবলেম কি বাত’ হলো প্রকাশিত টিজার এবং পোস্টারে তার অমন ‘উদার’ হওয়াকে অনেকে বাঁকা চোখে দেখছেন। যা বিলকুল ঠিক হচ্ছে না বলেই মনে করছেন এই এলেমদার বাঙ্গালী ললনা। তার মতে, বলিউডের এমন কোনো আমল পাওয়া যাবে না, যখন কি-না খোলামেলা দৃশ্য ছাড়া সিনেমা মুক্তি পেয়েছে। আর সবাই কিনা তারই দোষ দেখছে? 

এ বিষয়ে তিনি আরো জানিয়েছেন, ‘আমার অভিনীত সিনেমার পোস্টার নিয়ে একেবারেই একটা ফালতু গ্যাঞ্জাম তৈরী করা হয়েছে। সামাজিক যোগাযোগ সাইট এবং এর সূত্র ধরে সাংবাদমাধ্যমগুলো সবাইকে এগুলো যেনো ডেকে নিয়ে দেখিয়ে শাপান্ত করেছে। অথচ দেখুন, আমার আগে অনেক অভিনেত্রী এমন দৃশ্যে অভিনয় করেছেন, এমনকি একাধিকবারও।’ পাওলির মোদ্দা কথা হচ্ছে, আমি করলেই দোষ! বেচারী!

এদিকে ভারতীয় সংবাদমাধ্যমগুলোর কল্যাণে ‘বঙ্গ’ এবং ‘বম্ব শেল’-এর মিশেল শব্দ ‘বঙ্গশেল’ হিসেবে পরিচিতি পাওয়া পাওলি আরো জানিয়েছেন, ভাট প্রডাকশন তাদের নায়িকাকে পর্দায় দেখানোর জন্য ফ্রেমের অতিরিক্ত জায়গা খরচ করতে একেবারেই নারাজ ছিলেন। তাই তাকে বিক্রম ভাটের হেইট স্টোরি সিনেমায় অভিনয়ের জন্য দুই মাসের ডায়েট করতে হয়েছে।

No comments:

Post a Comment