Wednesday, April 4, 2012

মুন্নাভাই সিরিজের তৃতীয় দফার ছবির স্ত্রিপ্ট তৈরির কাজ শেষ পর্যায়ে


প্রতিদিন ২৪ ডেস্ক
মুন্নাভাই সিরিজের তৃতীয় দফার ছবির স্ত্রিপ্ট তৈরির কাজ শেষ পর্যায় পৌঁছেছে বলে জানালেন ছবির পরিচালক ও প্রযোজক। মুন্নাভাই
এমবিবিএস’ (২০০৩) এবং    ‘লাগে রহো মুন্নাভাই’ (২০০৬)-এর পর তৃতীয় ছবিটিও পরিচালনা করছেন রাজকুমার হিরানি
সাংবাদিকদের তিনি আরো জানান, “আমরা বহুদিন থেকেই এই ছবিটি বানাতে চেয়েছি। আরও শক্তিশালী স্ক্রিপ্ট বানানোর চেষ্টায় খানিকটা দেরি হলেও এই ছবির কাজ খুব জলদি শুরু হবে তা নিশ্চিত
তৃতীয় ছবি হবে কি হবে না সেসব গুজবকে নস্যাৎ করে প্রযোজক বিধু বিনোদ চোপড়া জানান খুব তাড়াতাড়ি বাস্তবায়িত হতে চলেছে। তিনি বলেন, “বিগত চার বছর ধরে এই ছবি নিয়ে কাজ চলছে। আগামী দুমাসের মধ্যেই স্ক্রিপ্ট লেখার কাজ শেষ হবে। এই ছবি তৈরির ব্যাপারে আমরা খুবই আশাবাদী

বি-টাউনে’ গুঞ্জন সঞ্জুবাবা এবং আরশাদ ওয়ারসির বদলে মুন্নাভাই এবং শাকরেদ সার্কিটের ভূমিকায় অভিনয় করবেন আমির খান ও শরমন যোশি

No comments:

Post a Comment