Wednesday, April 4, 2012

রজনীর চোখে সুপারস্টার অমিতাভ


প্রতিদিন ২৪ ডেস্ক
বলিউডের বাস্তব অতিমানব সাউথ সুপারস্টার রজনীকান্তের দৃষ্টিতে তিনি খুবই সামান্য একজন অভিনেতা। তার কাছে সুপারস্টার একটাই থাকেআর বলিউডের সেই একমাত্র সুপারস্টার হলেন বিগ
বি অমিতাভ বচ্চন
 মেয়ে সৌন্দর্য্যের ছবি কোচাড়িয়ার জন্য একটি গানে কণ্ঠ দিতে লন্ডনে এ আর রহমানের স্টুডিওতে আসেন রজনীকান্ত। এরপর তিনি বেন্টলে হোটেলে একটি সংবাদ সম্মেলনে যোগ দেন। সেখানেই রজনী জানান তার এই দৃষ্টিকোণের কথা
 রজনী বলেন, “আমার কাছে প্রতিটি ছবিকেই আমার ক্যারিয়ারের প্রথম ছবি বলে মনে হয়। আমি প্রতিটি ছবির ক্ষেত্রেই পরিচালক এবং প্রযোজক দেখেখুব বেছে কাজ করি। কারণ যখন আমি কোনো ছবি শুরু করিমনে হয় আমি একেবারেই নতুন এই লাইনেকিছুই জানি না। তাই এমন একজন অভিনেতা কখনোই সুপারস্টার হতে পারে না। সুপারস্টার একজনইতিনি হলেন অমিতাভ বচ্চন
২১ বছর পর কোনো ছবিতে গাইলেন তিনি। এর আগে ১৯৯২ সালে মান্নান’ নামে একটি তামিল ছবিতে গান গেয়েছিলেন রজনীকান্ত। এবার মেয়ের অনুরোধে এবং এ আর রহমানের সুরে আবারো গাইলেন তিনি। তামিল ভাষায় ২১ বছর পর আবারো গাইলেওহিন্দিতে এই প্রথম গাইলেন বলিউডের জীবন্ত রোবট। কোচাড়িয়া’ ছবিটি তামিলজাপানি এবং হিন্দি ভাষায় তৈরি করা হবে। তাই আপাতত রজনী দুই ভাষাতেই (তামিলহিন্দি) গান করলেনজাপানি ভাষায়ও তাকে গাইতে হবে কিনাতা এখনো জানা যায়নি
রজনীকান্তদিপীকা পাদুকোন এবং জ্যাকি শ্রফ অভিনীত থ্রিডি ছবি কোচাড়িয়া’ মুক্তি পাবে এ বছরের দিওয়ালির উৎসবকে সামনে রেখে ১৩ নভেম্বর। যেখানে ৬১ বছর বয়সী রজনীকান্তকে দেখা যাবে রাজা কোচাড়িয়া রানাধিরানের ভূমিকায়। ছবির ব্যাপারে রজনীকান্ত বলেন, “ফ্যান্টাসি ছবি কোচাড়িয়া। শিশুদের কথা প্রথমে চিন্তা করে ছবিটি তৈরি করা হলেওসব বয়সী দর্শকই এটা উপভোগ করতে পারবে। কোচাড়িয়া’ এমন একটা ছবি যা কাউকে হতাশ করবে না

No comments:

Post a Comment