প্রতিদিন ২৪ ডেস্ক
স্টেডিয়ামে প্রকাশ্যে ধূমপান
করায় বিপাকে পড়েছেন শাহরুখ। সোমবার জয়পুর আদালতে তার বিরুদ্ধে একটি অভিযোগ করা
হয়েছে। অভিযোগটি করেছেন জয়পুর ক্রিকেট অ্যাকাডেমির পরিচালক আনন্দ সিং রাথোড়।
তিনি অভিযোগে
উল্লেখ করেছেন,
রোববার জয়পুরের সাওয়াইমান সিং
স্টেডিয়ামে
রাজস্থান রয়্যালস বনাম কলকাতা নাইট রাইডার্স’র খেলা চলার সময় নিজের ভিআইপি
বক্সে ধূমপান করছিলেন। তখনই টিভির ক্যামেরা তার দিকে ধরা হয়। কিন্তু ওই স্থানটি
ছিল ধূমপানমুক্ত এলাকার অন্তর্গত।
আনন্দ সিংয়ের
অভিযোগটি গ্রহণ করেছে আদালত। এপ্রিলের ১২ তারিখে শুনানির জন্য শাহরুখকে জয়পুর
আদালতে হাজির হওয়ার আদেশ দিয়েছে আদালতের এডিশনাল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট।
২০০০ সাল থেকে
রাজস্থানে জনসমক্ষে ধূমপান নিষিদ্ধ করেছে ওই রাজ্যের সরকার। আর শাহরুখ স্টেডিয়ামে
ধূমপান করে আইন ভেঙেছেন। তাই শাহরুখের বিরুদ্ধে এই অবিযোগ গ্রহণ করেছে আদালত।
No comments:
Post a Comment