প্রতিদিন ২৪ ডেস্ক
আগের
সিনেমাগুলো শিশুদের কথা মাথায় রেখে নির্মাণ করা হলেও এবার প্রাপ্তবয়স্কদের জন্য
উপাদান রাখা হবে কৃশ সিরিজের পরবর্তী সিনেমা কৃশ ৩-তে। খবর
টাইমস অফ ইন্ডিয়ার।
আর সে তথ্য মাথায় রেখেই সিনেমার সুপারহিরো ‘কৃশ’ এর চরিত্রে হৃত্ত্বিক রোশানকে দেখা যাবে স্পাইডারম্যান সিরিজের শেষ সিনেমার পিটার পার্কারের
মতো নিজের ভেতরে থাকা খারাপ স্বত্তার সঙ্গে যুদ্ধ করতে। সম্প্রতি
সিনেমাটির সঙ্গে সংশ্লিষ্ট এক সূত্র জানিয়েছে এমনটাই।আর সে তথ্য মাথায় রেখেই সিনেমার সুপারহিরো ‘কৃশ’ এর চরিত্রে হৃত্ত্বিক রোশানকে দেখা যাবে স্পাইডারম্যান সিরিজের শেষ সিনেমার পিটার পার্কারের
সিনেমাটিতে খল চরিত্রের এক এলিয়েনের ভূমিকায় দেখা যাবে কাঙ্গনা রানাউতকে। তার চরিত্র সম্পর্ক ওই সূত্র জানিয়েছে, ‘কাঙ্গনা এখানে এলিয়েনের চরিত্রে অভিনয় করবেন। তার একটা পশুদের নিয়ে গড়া বাহিনী আছে। এই বাহিনী নিয়ে তিনি সবসময় কৃশের ক্ষতি করার চেষ্টা করেন। ওই সিনেমায় সম্পূর্ণ মন্দ চরিত্রের কাঙ্গনা ও নায়ক হৃত্তি¡ককে নিয়েই এই সিনেমার অধিকাংশ অ্যাকশন দৃশ্যগুলো ধারণ করা হবে।’
এদিকে, সিরিজটির আগের দুই সিনেমা কোই মিল গ্যায়া এবং কৃশ মূল পাঁচটি চরিত্রকেকৃশ ৩ বাদ দেওয়ার পরিকল্পনা করছেন এর পরিচালক। কারণ তিনি চান, রক্তাক্ত ও বিভীষিকাময় মারামারিতে লিপ্ত মূল চরিত্রগুলোর মাধ্যমে এটিকে ভয়ঙ্কর এক একশন থ্রিলারে পরিণত করতে। আর সেটির জন্য সিনেমাটিতে রা.ওয়ান-এর মতো ব্যবহার করা হবে প্রচুর পরিমাণের স্পেশাল ইফেক্টের।
No comments:
Post a Comment