প্রতিদিন ২৪ ডেস্ক
হেইট স্টোরি সিনেমার জন্য যৌনতাকে বিপনন হাতিয়ার হিসেবে ব্যবহার করছেন না-
সম্প্রতি এমনটাই দাবি করলেন পরিচালক বিবেক অগ্নিহোত্রি। খবর প্রেস ট্রাস্ট অফ
ইন্ডিয়ার।
করছি না। এটি একটি ইরোটিক থ্রিলার। অন্যভাবে কেন আমরা এটিকে প্রচারের
চেষ্টা চালাবো?
ব্যাপারটা এমন নয় যে, একটি মিউজিক্যালকে আমি ওয়ার
ফিল্ম হিসেবে চালানোর চেষ্টা করছি। আমরা এটিকে ইরোটিক থ্রিলার হিসেবেই তৈরি করেছি।
তাই এর প্রচারণাতেও আমরা ইরোটিক
থ্রিলার কথাটাই ব্যবহার করছি।’বলিউডের প্রথম ইরোটিক থ্রিলার হিসেবে বিবেচিত এই সিনেমার পরিচালক আরো জানান, ‘শিল্পের একটি অন্যতম মাধ্যম ইরোটিক থ্রিলার। এর একটি সৌন্দর্য আছে; আছে উচ্চতর শৈল্পিক মানও। আর তাই এর প্রচারণার শুরু থেকেই দর্শকদের কাছে আমরা আমাদের জায়গা থেকে সৎ থেকেছি। বলেছি এটি বাচ্চাদের দেখার মতো কোনো ছবি নয়। যৌনতা এবং নগ্নতার বেশ কিছু বিষয় এখানে ভালোভাবেই তুলে ধরা হয়েছে। আমি চেয়েছি বিষয়গুলো দর্শক ভালোভাবে বুঝুন। আমি চাইনা, দর্শক এটিকে একটি সামাজিক ড্রামা মনে করে হলে আসুন।’
উল্লেখ্য, সিনেমাটির চিত্রনাট্য রচনা করেছেন বিক্রম ভাট। ভাটদের ব্যানারে এই সিনেমাটির মাধ্যমে বলিউডে অভিষেক হতে যাচ্ছে পশ্চিমবঙ্গের অভিনেত্রী পাওলী দামের। সিনেমাটিতে পাওলির খোলামেলা সেক্স সিন এরইমধ্যে আলোচনার ঝড় তুলেছে বলিউড জুড়ে।
No comments:
Post a Comment