প্রতিদিন ২৪ ডেস্ক
সবে শেষ
করেছেন পুলিশী নজরদারীর শেষ সপ্তাহটি; এরই মধ্যে আবার জড়ালেন নতুন ঝামেলায়। তবে
প্রবলেম সেলিব্রিটি লিন্ডসে লোহানের দাবী, ৫ এপ্রিল ওয়েস্ট হলিউডের নাইটক্লাবে কোনো
মহিলাকে আঘাত করেননি তিনি। ওই সময় নিজের ঘরেই নাকি ছিলেন তিনি। খবর এনডিটিভি-এর।
সফলভাবে নজরবন্দীর সময়টি পার করার সপ্তাহখানেক পরের ওই অভিযোগে জানানো হয়, ৫ এপ্রিল রাতে নাইটক্লাবে এক মহিলার সঙ্গে অনর্থক তর্কে জড়িয়ে পড়েন তিনি। তর্কের এক পর্যায়ে ওই মহিলাকে শারীরিকভাবে লাঞ্ছিতও করেন তিনি।
কিন্তু ৭ এপ্রিল পুলিশকে করা ওই অভিযোগ মিথ্যা দাবি করেছেন লিন্ডসের মুখপাত্র স্টিভ হনিগ।
এ বিষয়ে স্টিভ বলেছেন, ‘ওই ঘটনা ঘটার যে সময়টি বলা হয়েছে, সেসময় লিন্ডসে নিজের ঘরেই ছিলেন। এ গল্পে অনেক ছিদ্র দেখতে পাচ্ছি আমি। তাই কিছুতেই প্রশ্ন আসতে পারেনা, ঘটনাটি সত্যি কিনা। কারণ ঘটনাটি ঘটেনি।’
No comments:
Post a Comment