Wednesday, April 11, 2012

কারিনা-রানী একই পথে


প্রতিদিন ২৪ ডেস্ক
নিজের মেক-আপ আর্টিস্টের সঙ্গে অভিনয়ের পরামর্শ শুনে অবাকই হয়েছিলেন কারিনা কাপুর। এই অভিনেত্রীর মুক্তি প্রতিক্ষীত সিনেমা হিরোইন শুটিং করার সময় এমন পরামর্শ দিয়েছিলেন পরিচালক নিজেই। খবর টাইমস অফ ইন্ডিয়ার।

ওই সিনেমা ইউনিটের এক সদস্য জানিয়েছেন, পরিচালক মাধুর ভাণ্ডারকার তার সিনেমায় বাস্তবধর্মী আবহ ফুটিয়ে তুলতে অনেক সময়ই বাস্তব জীবনের মানুষকেও নিয়ে আসেন সিনেমার ফ্রেমের ভেতর। হিরোইন সিনেমায়ও একই কাজ করেছেন মাধুর।

এখন শোনা যাচ্ছে, হিরোইনে কারিনা তার মেক-আপ আর্টিস্টকে সঙ্গে নিয়েই অভিনয় করেছেন পরিচালকের পরামর্শে।

তবে বাস্তব জীবনের সহকারীদের এই পর্দা উপস্থিতি ভালো হয়েছে, এমন অভিজ্ঞতা খুব কম অভিনয়শিল্পীর ভাগ্যেই জুটেছে। এই ভাগ্যবানদের মধ্যে একজন হলেন রানী মুখার্জি।

রানী বিশ্বাস করেন নো ওয়ান কিলড জেসিকা -তে তার স্পট বয়ের অভিনয়ের কারণেই হারানো ক্যারিয়ার আবারো ফিরে পেয়েছেন। এর ধারাবাহিকতায় রানীর পরবর্তী সিনেমাআয়ি -তেও দেখা যাবে ওই স্পট বয়কেই।

No comments:

Post a Comment