Sunday, April 8, 2012

সবসময়ের সেরারা এক ছবিতে


প্রতিদিন ২৪ ডেস্ক
বলিউডের চার প্রজন্মের আট শীর্ষ অভিনেত্রীকে একই সিনেমায় এনে দাঁড় করানোর পরিকল্পনা করছেন বলিউডি পরিচালক নিখিল আদভানিতবে কোনো নারীকেন্দ্রীক বিষয়বস্তু নিয়ে নয়, বরং
বলিউডি ফান-মাসালাঘরানারই একটি সিনেমা হতে যাচ্ছে এটিখবর প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়ার

জানা গেছে, নিখিলের এই সিনেমার জন্য শাবানা আজমী, ডিম্পল কাপাডিয়া, মাধুরী দিক্ষিত, কারিশমা কাপুর, রাণী মুখার্জি, প্রীতি জিনতা, দিপীকা পাড়ুকোন এবং জেনেলিয়া ডিসুজার নাম এরই মধ্যে চূড়ান্ত করা হয়েছে

এমন সিনেমাটি নির্মাণ করা ছিলো নিখিলের অনেক দিনের স্বপ্নতাই সবে কাজ শুরু করা এ সিনেমা সম্পর্কে তিনি বলেছেন, ‘শিল্পী নির্বাচন এখনও চূড়ান্ত হয়নিতাই এ বিষয়ে কিছু বলা যাবে নাএ মুহুর্তে আমি শুধু বলতে পারি, এর মাধ্যমে আমি এমন কিছু অভিনেত্রীর সঙ্গে কাজ করার সুযোগ পাবো, এই সিনেমা জগতে যাদের আমি সবসময়ের সেরা মনে করি

No comments:

Post a Comment