Sunday, April 8, 2012

প্যাটিনসন-লোহান নাইটক্লাবে


প্রতিদিন ২৪ ডেস্ক
fনিজের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার জন্যে ফ্রিকি ফ্রাইডর লিন্ডসে লোহান দুই সপ্তাহ গৃহবন্দী থাকার সিদ্ধান্ত নিয়েছিলেন কিছুদিন আগেঘর থেকে বেরিয়ে আবারো মিডিয়ার নজরে পরলেন হলিউডের এ প্রবলেম সেলিব্রেটিতবে এবার তিনি একা নন
সঙ্গে ছিলেন টোয়াইলাইট খ্যাত হলিউড স্টার রবার্ট প্যাটিনসন 

সম্প্রতি একটি নাইটক্লাবে একসঙ্গে সময় কাটিয়েছেন লিন্ডসে লোহান ও রবার্ট প্যাটিনসন  বেশ কিছুক্ষন একসঙ্গে থাকার পর নাইটক্লাব থেকে তাদেরকে বেরিয়ে আসতে দেখা যায়  মিডিয়া ক্যামেরায় প্যাটিনসনের ছবি তুলতে চাইলে বিরক্তি প্রকাশ করে ক্যামেরাকে এড়িয়ে যান তিনিপ্যাটিনসন বের হবার ঠিক দশ মিনিটের মাথায় বেরিয়ে আসেন লিন্ডসে লোহানসবার আর বুঝতে বাকি থাকেনা যে, একসঙ্গে ভালোই সময় কাটিয়েছেন এ সেলিব্রেটিকেননা দুজনই ছিলেন বেশ উচ্ছসিত ও প্রানবন্ত

গার্লফ্রেন্ড ক্রিস্টেন স্টুয়ার্টকে রেখে লোহানের সঙ্গে প্যাটিনসনের একান্ত সময় কাটানো ভক্তদের খুব অবাক করেছেতবে কি কাহিনীর মোড় কি ঘুরে যাচ্ছে! প্যাটিনসন কি লোহানের ভক্ত হয়ে যাচ্ছেন! কিন্তু প্যাটিনসন নিশ্চয়ই ভুলে যাচ্ছেন প্রবলেম সেলিব্রেটি লোহানের সঙ্গে থাকলে হয়তবা সবসময় নিত্য নতুন ঝামেলার সম্মুখীন হতে হবে তাকে

No comments:

Post a Comment