Sunday, April 8, 2012

বিদ্যার আরেক নাম ‘হিটমেশিন’


প্রতিদিন ২৪ ডেস্ক
বিদ্যার দাম এখন চড়াকারণ বিদ্যার আরেক নাম এখন হিটমেশিনহয়ে গেছেগেল চার বছরে তার একটা ছবিও ব্যর্থতার ধারে কাছেও ঘেঁষেনিসবগুলোই ছিল হিটশুধু হিট না, ব্লকবাস্টার বলা চলে
এজন্যই এখন বিদ্যার দাম বেড়ে গেছে অনেকের চেয়ে বেশিতবে এই দাম বিদ্যা বাড়াননিবিদ্যাকে নিয়ে পরিচালক-প্রযোজকরাই নেমেছেন পারিশ্রমিক যুদ্ধে

বিদ্যাকে একটি ছবিতে পাওয়ার জন্য এখন পরিচালক-প্রযোজকরা মরিয়াবিদ্যার শিডিউল পাওয়ার জন্য রীতিমতো নিলাম শুরু হয়েছে বলিউড পাড়াজুড়েকেউ বলছে একটি ছবির জন্য বিদ্যাকে দেবেন পাঁচ কোটি রুপি, কেউ বা প্রস্তাব দিচ্ছেন ছয় কোটিরআবার অনেকে একবারেই বিদ্যাকে আট কোটির প্রস্তাবও দিচ্ছেনশুধু ছবির ক্ষেত্রেই এমনটা হচ্ছে নাবিদ্যাকে নিয়ে টানাটানি হচ্ছে মঞ্চেওবিভিন্ন স্টেজ শোয়ের আয়োজকরা বিদ্যার উ লা লানাচের জন্য তাকে কয়েক মিনিটের পারফর্মেন্সে যেকোনো মূল্য দিতে প্রস্তুততবে বিদ্যার ঘনিষ্ঠ একজন জানিয়েছে, বিদ্যার এখন একটা স্টেজ পারফর্মেন্সের দাম ৭৫ লাখ রুপি

কিন্তু বিদ্যার এতে কোনো মাথাব্যথা নেইবিদ্যা শুধু তার এই ধারাবাহিক সাফল্যকে ধরে রাখতে চানতার চাহিদা একটাই, তিনি যে ছবিতেই অভিনয় করবেন তাতে তার চরিত্রটি হতে হবে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণইশকিয়া’, ‘ডার্টি পিকচারএবং কাহানির পর নায়কনির্ভর ছবি এখন আর টানে না বিদ্যাকেতাই বিদ্যা এখন আগের চেয়েও অনেক বেশি সচেতন হয়ে গেছেন স্ক্রিপ্ট নির্বাচনের ক্ষেত্রে

এদিকে খুব শিগগিরই বিদ্যা বের হচ্ছেন বিশ্বভ্রমণেভারতের প্রভাবশালী ইভেন্ট অর্গানাইজার মোরানিসর সঙ্গে এ বছরই বিশ্বভ্রমণে বের হবেন তিনিইউরোপ-আমেরিকার বেশ কয়েকটি দেশে অনুষ্ঠান করবেন বিদ্যা

মোরানিসর এক কর্মকর্তা বলেন, “গেল বছরের ডার্টি পিকচারএবং সাম্প্রতিক কাহানির সাফল্যের পর বিদ্যার চাহিদা এখন আকাশ ছোঁয়াভারতে তো আছেই, ইউরোপ-আমেরিকাতেও বিদ্যা বলতে সবাই পাগলবিদ্যাকে কাছ থেকে দেখার জন্য সবাই উদগ্রীবআর তাছাড়া এর আগে বিদ্যা কোনো ওয়ার্ল্ড ট্যুরে যাননিএটাই বিদ্যার প্রথম অভিজ্ঞতা

এ বছরের অক্টোবরেই বিদ্যার বিশ্বভ্রমণ শুরু হবে বলেও মোরানিসর ওই কর্মকর্তা এনডিটিভিকে জানান

No comments:

Post a Comment