প্রতিদিন ২৪ ডেস্ক
অবশেষে নিজেদের প্রেমের সম্পর্ককে একটি স্থায়ী নাম দিতে যাচ্ছেন
হলিউডের ক্ষমতাধর তারকা জুটি ব্র্যাড পিট এবং অ্যাঞ্জেলিনা জোলি। তাদের বাগদানের
বিষয়টি গেল রাতে নিশ্চিতভাবে জানানো হয়েছে বিশ্ব গণমাধ্যমকে।
পিটের মুখপাত্র সিনথিয়া পেট-ড্যানটে এই বাগদানের খবর
সবাইকে জানিয়েছেন। সিনথিয়া বলেন, “হ্যাঁ, এটা সত্য এবং নিশ্চিত। আংটি-বদল
করেছেন জোলি এবং পিট। এটা নিয়ে সবচেয়ে বেশি খুশি তাদের ছয় সন্তান। কিন্তু বিয়ের
তারিখ এখনো চূড়ান্ত হয়নি। তবে বাগদানের খবরের মতো বিয়ের তারিখ চূড়ান্ত হলেও, তা সবাইকে জানানো হবে।”
৪২ বছরের পিট এবং ৩৬ বছর বয়সী জোলি তিনজন দত্তক
সন্তানসহ মোট ছয় সন্তানের জনক-জননী। তাদের সন্তানদের অনেকদিনের ইচ্ছা ছিল তাদের
মা-বাবার বিয়ে হোক। এমনকি এ বছরের জানুয়ারিতেও পিট একটি সাক্ষাৎকারে বলেন, “বিয়ে করলে শুধুই সন্তানদের
জন্যই করবো। চাইলে এটা ছাড়াও আমরা একসঙ্গে আমাদের বাকি জীবনটা স্বাচ্ছন্দ্যেই
কাটিয়ে দিতে পারি। কিন্তু না, এমনটা আমরা করবো
না। কারণ আমাদের বিয়ে আমাদের সন্তানদের মুখে যে হাসিটা এনে দেবে তা আর অন্য কিছু
আনতে পারবে না। তাই সন্তানদের জন্য বিয়েটা করতেই হবে।”
গেল বুধবার ছেলে প্যাক্সকে নিয়ে ব্র্যাঞ্জেলিনা লস
অ্যাঞ্জেলসের একটি জাদুঘরে বিশেষ প্রদর্শনী দেখতে যান। সেখানেই জোলির অনামিকায়
একটি বিশেষ ডিজাইনের হীরার আংটি দেখা যায়। তখন থেকেই শুরু হয ব্র্যাঞ্জেলিনার
বাড়দান নিয়ে নানান জল্পনা-কল্পনা। অবশেষে শুক্রবার রাতে এই বাগদানের খবর নিশ্চিত
করা হয় ব্র্যাড পিটের দিক থেকে। পিট-জোলির বাগদানের খবরে খুশি জোলির বাবা আর ভাই
এবং পিটের বাবাও।
এদিকে ব্র্যাঞ্জেলিনার আংটি-বদলের খবরে আরো জানা গেছে, জোলির হাতের বিশেষ হীরার আংটিটি তৈরি করতে এক বছর
সময় লেগেছে। জোলির জন্য বিশেষ এই আংটিটে ডিজাইন করেছেন খোদ হবু স্বামী ব্র্যাড
পিট। তার সঙ্গে কারিগরি সহযোগিতায় ছিলেন বৃটেনের রয়্যাল জুয়েলারি ডিজাইনার রবার্ট
প্রোকোপ। তার এক মুখপাত্র নিশ্চিত করেছে পিট এবং প্রোকোপের এই সমন্বয়ের কথা।
প্রোকোপের মুখপাত্র বলেন, “পরিকল্পনা থেকে পুরোপুরি
নিখুঁতভাবে আংটিটি তৈরি হতে সময় লেগেছে এক বছর। ব্র্যাড পিট ধৈর্য্যের সঙ্গে পুরো
প্রক্রিয়াকরণের সময়টাতে সহযোগিতা করেছেন এবং জোলির জন্য কাঙ্ক্ষিত আংটি তৈরি করে
তবেই স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন।”
No comments:
Post a Comment