Saturday, April 14, 2012

“আমি আমার জন্মদিনে হোয়াইট হাউজে ডিনারে যাচ্ছিঃ জেসিকা


প্রতিদিন ২৪ ডেস্ক
ফ্যান্টাস্টিক ফোর’-খ্যাত জেসিকা অ্যালবা হোয়াইট হাউজে পালন করবেন তার ৩১তম জন্মদিন। ২৮ এপ্রিল জেসিকার জন্মদিন আর সেদিনই আমেরিকার প্রেসিডেন্ট নিবাসে আয়োজন করা হয়েছে হোয়াইট হাউজ করসপনডেন্টস ডিনার। যেখানে আমন্ত্রণ জানানো হয়েছে জেসিকা, তার স্বামী ক্যাশ ওয়ারেন এবং তাদের দুই মেয়ে অনর ও হ্যাভেনকেও।


অ্যালবা এই আমন্ত্রণ পাওয়ার পর টুইটারে নিজের উচ্ছ্বাস প্রকাশ করেন। তিনি লিখেন, “আমি আমার জন্মদিনে ওয়াশিংটনে যাচ্ছি। হোয়াইট হাউজের করসপনডেন্টস ডিনারে যাচ্ছি।

এদিকে কিছু কিছু এন্টারটেইনমেন্ট ম্যাগাজিনে লেখা হয়েছে, ওই ডিনার পার্টিতে অ্যালবার জন্য বিশেষ চমকের আযোজন করছে হোয়াইট হাউজ কর্তৃপক্ষ। সিক্রেট কোনো পার্টি হতে পারে হোয়াইট হাউজে, যা অ্যালবার জন্য বিশেষ সম্মানজনক অর্জন হতে পারে।


No comments:

Post a Comment