Sunday, April 15, 2012

ডায়েট কন্ট্রোলিংয়ের বিরোধী এখন ডায়েট কন্ট্রোল


প্রতিদিন ২৪ ডেস্ক
যিনি এতোদিন ধরে ডায়েট কন্ট্রোলিংয়ের চরম বিরোধী ছিলেন, তিনিই নাকি এখন দিন কাটাচ্ছেন চিজ বার্গারের বদলে সব্জির সালাদ খেয়ে! তার নাম লেডি গাগা।

২৬ বছর বয়সী এই তারকার টুইট থেকেই জানা গেছে এমন তথ্য। সেখানে তিনি তার সাড়ে বাইশ মিলিয়ন ভক্তের উদ্দেশ্য লিখেছেন
, ‘এইমাত্র স্পিন ক্লাসের কয়েকটা সেশন শেষ করলাম। চিজ বার্গারের স্বপ্ন দেখতে দেখতে সব্জির সালাদ খেয়েই দিন কাটাচ্ছি এখন।

এই টুইটের উত্তরে ন্যাশনাল ইটিং ডিজর্ডার লিখেছে, ‘কী?! ইনিই কি সেই একই ব্যক্তি, যিনি তরুণীদের ডায়েট কন্ট্রোল না করার ব্যপারে কিছুদিন আগেও উদ্বুদ্ধ করেছিলেন?’

No comments:

Post a Comment