Sunday, April 15, 2012

জেমস বন্ডের কাজ কৌতুক শোনানো


প্রতিদিন ২৪ ডেস্ক
বৃটিশ অভিনেতা ড্যানিয়েল ক্রেইগ, যিনি হলিউডি মহলে রামগরুড়ের ছানাহিসেবেই অধিক পরিচিত, তাকেই না-কি এবার দেখা যাবে জেমস বন্ডের পরবর্তী সিনেমা স্কাইফল এ কৌতুক শোনাতে! খবর টাইম অফ ইন্ডিয়ার।

সিনেমাটির পরিচালক স্যাম মেন্ডেজ এবার সিদ্ধান্ত নিয়েছেন, সিনেমাটিতে জেমস
বন্ডের মুখ থেকে ওয়ান লাইনার কিছু কৌতুক বলানোর জন্য। আর এ নিয়েই সম্প্রতি কিঞ্চিত ফাঁপড়েআছেন ক্রেইগ। এ বিষয়ে ৪৪ বছর বয়সী এই অভিনেতা বৃটিশ ট্যাবলয়েড সানকে জানিয়েছেন, ‘বন্ড ফিল্মে কমেডি- আমার জন্য বিপদে পড়ার মতোই!

অবশ্য পরিচালক স্যাম মেন্ডেজের এই আইডিয়া জেমস বন্ডের গম্ভীর পরিবেশে এক ঝলক ঠাণ্ডা বাতাসের মতোই স্বস্তিদায়ক- এমনটাও মনে করেন ক্রেইগ। তার ভাষ্যে, ‘স্যাম যখন এই সিনেমাটির পরিচালক হয়ে এলেন, আমাদের শুটিংয়ের গম্ভীর পরিবেশটা অনেকটাই হালকা হয়ে গেল। এটা এর আগের দুই সিনেমাতে আমি পাইনি।

No comments:

Post a Comment