Sunday, April 15, 2012

জুস স্লাইস-এর বিজ্ঞাপনে রাজকীয় সাজে ক্যাটরিনা


প্রতিদিন ২৪ ডেস্ক
কোনো নির্দিষ্ট চরিত্রের অভিনয়ে নিজেকে সীমাবদ্ধ রাখতে চাননি অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। আর তাই তাকে দেখা গেছে শহুরে কন্যা থেকে শুরু করে ঝানু রাজনীতিবিদের চরিত্রে অভিনয় করতে। চরিত্র নিয়ে সেই পরীক্ষা-নিরীক্ষার ধারাবাহিকতায় এবার তিনি আসছেন রাজকীয় সাজে। তবে কোনো সিনেমায় নয় আমের জুস স্লাইস-এর বিজ্ঞাপনে। খবর টাইমস অফ ইন্ডিয়ার।


আমসূত্র নামে খ্যাত ওই সিরিজ বিজ্ঞাপনের আগেরটিতে ক্যাটরিনাকে দেখা গেছে হলুদ শিফন শাড়িতে। তবে তার পোশাক ডিজাইনার ফাল্গুনি এবং শেন পিকক জানিয়েছেন, ‘এবারে তার পোশাক হবে গাঢ় লাল। তার চেহারায় মেকআপ ব্যবহার করা হয়েছে সর্বনিম্ন পরিমাণ । শুধু চোখে একটু গাঢ় করে কাজল দিয়ে হাইলাইট করার চেষ্টা ছিলো। হালের আন্তর্জাতিক ট্রেন্ড অনুযায়ী তার চুলও বাঁধা হয়েছে হালকাভাবে।

বিজ্ঞাপনটির দৃশ্য ধারণের সময় কেউ একজন আশা করেছিলো, বাংলো টাইপের বাড়িতে শুটিং করার জন্য ক্যাটরিনাকে রাজকীয় সাজে সাজানো হবে। তাই প্রচুর গয়না পড়তে হবে তাকে। কিন্তু অলঙ্কারের কাছেও যাননি ডিজাইনারদ্বয়। তাদের বিশ্বাস মোহনীয় রূপের অধিকারী ক্যাটরিনাকে বিজ্ঞাপনের থিমের সঙ্গে এভাবেই যথেষ্ট ভালোভাবে তুলে ধরা যাবে।

No comments:

Post a Comment