প্রতিদিন ২৪ ডেস্ক
শুরুটা হয়েছিল পরিচালকের সহকারী হিসেবে। ইচ্ছা ছিল পরিচালক হবেন।
কারণ সাধরণের দৃষ্টিতে নায়ক হওয়া সম্ভব ছিল না অর্জুনের পক্ষে। ১৪০ কেজি ওজনের
নায়ক, শুনলেই অনেকে হেসে ওঠেন। তাই
ক্যামেরার পেছনেই স্বাচ্ছন্দ্য খুঁজে নিয়েছিলেন অর্জুন। কিন্তু এখন অর্জুন নায়ক
হওয়ার
পথে। ১৪০ থেকে ৮০-তে নেমে এসেছে অর্জুনের ওজন। তবে এই ১৪০ থেকে ৮০-তে নামান
যাত্রাটা মোটেও সহজ ছিল না অর্জুনের জন্য।
টিভি খুললেই দেখা যায়, ‘ইশাকজাদে’র প্রোমোতে ফিট
এবং আকর্ষণীয় অর্জুনকে। কিন্তু এক বছর আগেও এই অর্জুন ছিলেন একেবারেই ভিন্ন। সবাই
তাকে ‘মোটা’ অর্জুন হিসেবেই জানতেন। কিন্তু
এক বছরের ব্যবধানেই নিজেকে বদলে একেবারে বলিউডের ‘চার্মিং বয়’ হিসেবে অভিষেকের
জন্য প্রস্তুত অর্জুন।
বাবা বনি কাপুরের মতো বড় প্ররিচাল এবং প্রযোজক হবেন
ভেবে শরীর আর চেহারার দিকে খুব একটা নজর দিতেন না অর্জুন। ‘কাল হো না হো’, ‘সালাম-এ-ইশক’ এবং ‘ওয়ান্টেড’র মতো ছবির সহকারী পরিচালক
ছিলেন তিনি। কিন্তু যার ভেতর আছে অভিনয় প্রতিভা, ওজন কি তাকে ঠেকাতে পারে? সবাই তাকে মোটা হিসেবে জানলেও, বলিউডের কিছু ‘গডফাদার’-দের অনুপ্রেরণায় অর্জুনের
ভেতরের নায়কও জেগে উঠলো। অর্জুনের সেই সব ‘গডফাদার’-দের একজন ছিলেন সালমান।
প্রভুদেবার ছবি ‘ওয়ান্টেড’ তৈরির সময় সালমান
লক্ষ্য করেন অর্জুনের ভেতরে তারকাকে। তখনই সালমান অর্জুনকে জিমে যেতে পরামর্শ দেন।
এমনকি কিছু ট্রেইনারের নামও সাজেস্ট করেন। যাদের কাছে গিয়ে ভাগ্য খুলে যায়
অর্জুনের। এক বছরের মাথায় অর্জুন ‘ফ্যাট’ থেকে ‘ফ্যাবুলাস’ হয়ে যান।
অর্জুন নিজেও স্বীকার করেন যে, ওজনের কারণে কোনোদিন ভুলেও
নায়ক হওয়ার স্বপ্নও দেখতেনর না তিনি। কিন্তু ইন্ডাস্ট্রির এই ‘গডফাদার’রাই তাকে বোঝায়, এই প্রতিকূলতা কিছুই না। যা
বুঝতে পেরেই অর্জুন নেমে পরেন, নায়ক হওয়ার সংগ্রামে।
যেই সংগ্রসে জয়ী হয়ে অর্জুন এখন ১৪০ থেকে ৮০ কেজির এক ফিট বলিউড হিরো।
No comments:
Post a Comment