প্রতিদিন ২৪ ডেস্ক
মাত্র দুই সপ্তাহ আগেই মামলার
মারপ্যাচ থেকে বেরিয়ে স্বাভাবিক জীবন শুরু করলেন হলিউডের ‘ট্রাবলড স্টার’ লিন্ডসে লোহান। সবাই ভেবেছিল
শুধরে গেছেন তিনি। কিন্তু সবাইকে ভুল প্রমাণিত করে আবারো বিপথে চলা শুরু করলেন
তিনি।
শুক্রবার রাতেই লিলোকে দেখা গেলো ক্যালিফোর্নিয়ার
কোচিলা
ফেস্টিভ্যাল ২০১২’তে। যেই
ফেস্টিভ্যালে দেখা যায় ইউরোপ-আমেরিকার সব উশৃঙ্খল ধনী তরুণ-তরুণীদের। লিলোকে ওই
ফেস্টিভ্যালে দেখা গেল নতুন এক রহস্যমানবের সঙ্গে। যার পরিচয় এখনো জানা যায়নি।
দু’সপ্তাহ আগে লিলোর
মামলার শেষ শুনানিতে বিচারক স্টেফনি শটনার ‘মিন গার্ল’-কে সর্তক করে বলেন, “তোমাকের আরো সংযত জীবনযাপন
করতে হবে। নিজের ক্যারিয়ারের দিকে মনোযোগী হতে হবে। তাই পার্টি আর নেশা করা বন্ধ
করে, স্বাভাবিক জীবনে ফিরে আসো।”
কিন্তু কে শোনে কার কথা? ওই সতর্কবাণীর পর, লিন্ডসে কয়েকবার গণমাধ্যমের
শিরোনাম হন। কিন্তু কোনোবারই তা কাজের জন্য শিরোনামে আসেননি তিনি, শিরোনামে এসেছেন তার অঘটনের
জন্য। কখনো নতুন কোনো নাইটক্লাবের বাইরে কিংবা কখনো কাউকে ধাক্কা দিয়ে।
কিন্তু তাই বলে যে স্বাভাবিক জীবনে ফেরার চেষ্টা
করছেন না লিলো তা কিন্তু নয়। ‘ফ্রিকি ফ্রাইডে’র এই তারকা যতোই নাইটক্লাব আর
ফেস্টিভ্যালে যোগ দিক নাকে, অ্যালকোহল কিংবা
মাদকের ধারে কাছেও ঘেষছেন না তিনি।
এবারের কোচিলা ফেস্টিভ্যালেও তাকে দেখা গেল মাদক থেকে
দূরে থাকতে। সবাই যেখানে অ্যালকোহলের বোতল হাতে কনসার্টে যোগ দিচ্ছেলেন, সেখানে লোহানের হাতে ছিল শুধুউ
স্বচ্ছ পানির বোতল।
No comments:
Post a Comment