Sunday, April 15, 2012

প্রিয়াঙ্কার পারিশ্রমিক নয় কোটি ভারতীয় রুপি


প্রতিদিন ২৪ ডেস্ক
বলিউডের অভিনেত্রীদের মধ্যে এখন এক ছবিতে সবচেয়ে বেশি পারিশ্রমিক নিচ্ছেন প্রিয়াঙ্কা চোপড়া। এক খবরে এনডিটিভি জানিয়েছে, ‘জঞ্জিরছবির রিমেকে বলিউডের আলোচিত এই অভিনেত্রী পাচ্ছেন নয় কোটি ভারতীয় রুপি। বলিউডের ছবিতে অভিনেত্রী হিসেবে সবচেয়ে বেশি পারিশ্রমিক নেওয়ার রেকর্ডটি এখন তাঁর দখলে। এর
আগে কারিনা কাপুর হিরোইনছবির জন্য ছয় কোটি রুপিতে চুক্তিবদ্ধ হয়েছিলেন।
উল্লেখ্য, ‘জঞ্জিরছবিটির রিমেকে প্রিয়াঙ্কা চোপড়া ছাড়াও কাজ করছেন রাম চরণ তেজ, অর্জুন রামপাল, মাহী গিলসহ আরও অনেকে। কিন্তু তাঁদের পারিশ্রমিক এক থেকে চার কোটির মধ্যেই। 
এদিকে বলিউডের তারকাদের পারিশ্রমিকের এই ইঁদুর দৌড়ে কারিনা কাপুরও পিছিয়ে নেই। সম্প্রতি একটি ব্র্যান্ডের প্রচারণায় পাঁচ কোটি রুপির চুক্তি করে সবচেয়ে বেশি পারিশ্রমিক নেওয়ার রেকর্ড গড়েছেন তিনি।

No comments:

Post a Comment