Monday, April 16, 2012

তাদের হাত থেকে আমাকে উদ্ধার করতে আসে শার্লক হোমস

প্রতিদিন ২৪ ডেস্ক
টয়াআমি গোয়েন্দা শার্লক হোমসের দারুণ ভক্ত। নিজেকে শার্লক হোমসের সহকারী হিসেবে পরিচয় দিতে বেশি পছন্দ করি। আর এ কারণে আমাকে বিপদে পড়তে হয়। এক সন্ত্রাসী দল আমাকে আটকে রাখে। শেষে খবর পেয়ে তাদের হাত থেকে আমাকে উদ্ধার করতে আসে শার্লক হোমস।নাটকে নিজের চরিত্রটির ব্যাপারে এভাবেই বললেন টয়া। আমাদের শার্লক হোমস ধারাবাহিকে তিনি দুটি গল্পে কাজ করেছেন। পরিচালনা করছেন পার্থ সরকার।


গোয়েন্দা চরিত্রে অভিনয় করতে কেমন লেগেছিল?
দারুণ রোমাঞ্চকর। আমি তো গোয়েন্দা সিরিজের বই পড়েছি। ছবিও দেখেছি। দারুণ লাগে। আর আমি যে ধরনের পোশাক পছন্দ করি, এই ধারাবাহিকে সে ধরনের পোশাকই ব্যবহার করতে পেরেছি।
আজ চ্যানেল আইতে স্বপ্ন বন্ধু ভালোবাসানাটকটি দেখানো হবে। আপনি এখানে অভিনয় করেছেন।
আমরা কাজ করেছিলাম নেপালে। একসঙ্গে অনেকে ছিলামরাখী, তাহা, কল্যাণ, নাঈম, মিশু সাব্বির। পরিচালনা করেছেন অরুণ চৌধুরী। তখন ওখানে তাপমাত্রা ছিল মাইনাস ওয়ান। তীব্র শীত। হোটেলের রুমের ভেতর তা বোঝা যায়নি। যেই আমরা শুটিং করতে বাইরে বেরিয়েছি, শীতে রীতিমতো কাঁপছিলাম।
এটিএন বাংলার পৌষ ফাগুনের পালার কী খবর?
একেবারে শেষ দিকের শুটিং করছি। এই ধারাবাহিকে আমি অভিনয় করছি ইন্তেখাব দিনারের সঙ্গে। আমি মনে করি, এই নাটকের জুলিচরিত্রটি আমার অভিনয়জীবনের অন্যতম একটি ভালো কাজ হয়ে থাকবে।
নতুন কী কাজ করছেন?
জাহিদ হাসানের নতুন ধারাবাহিক টো টো কোম্পানি। এই নাটকে আমি এক ধার্মিক পরিবারের মেয়ে। গ্রামের সিদ্দিকের সঙ্গে লুকিয়ে প্রেম করি। একবার শুটিং করে এসেছি। আবার যাচ্ছি ২০ এপ্রিল, সিরাজগঞ্জে। 
অভিনয়ের বাইরে আর কিছু করছেন?
নাচের একটি অনুষ্ঠান উপস্থাপনা করব। এ ছাড়া একটি টেলিকম প্রতিষ্ঠানের বিজ্ঞাপনচিত্রে অভিনয় করছি।

No comments:

Post a Comment